সৌরভের জয়জয়কার! বাংলার ‘দাদাগিরি’ পেল ভারত সরকারের বিশেষ সম্মান, জানেন কী ?

বাংলাহান্ট ডেস্ক : দাদাগিরি বাংলার অন্যতম প্রসিদ্ধ একটি রিয়েলিটি শো। জি বাংলায় সম্প্রচারিত দাদাগিরি অনুষ্ঠানটি বছরের পর বছর ধরে দর্শকদের মনোরঞ্জন করে আসছে। এই অনুষ্ঠানটির সাথে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন সৌরভ গাঙ্গুলী। তাঁকে ছাড়া এই অনুষ্ঠান কল্পনাও করা যায় না। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় দাদাগিরি সবার খুব কাছের অনুষ্ঠান হয়ে উঠেছে।

নিজের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা থেকে শুরু করে প্রতিযোগীদের সাথে এক্কেবারে বন্ধুর মতো মিশে যাওয়া, এই অনুষ্ঠানে অন্য রূপে দেখা যায় সৌরভকে।এবার ভারত সরকারের ডাক বিভাগ বিশেষ সম্মান জানাল দাদাগিরিকে। প্রকাশ করা হল দাদাগিরি স্ট্যাম্প। এই স্ট্যাম্প ইস্যু করা হয়েছে ভারত সরকারের ডাক বিভাগের তরফ থেকে। 

আরোও পড়ুন : এবার দ্বিগুণ হবে দার্জিলিং ভ্রমণের আনন্দ! প্যারাগ্লাইডিং ফিরতে চলেছে দীর্ঘ ৭ বছর পর

দাদাগিরির সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জি এন্টারটেইনমেন্টের পূর্ব ভারতের চিফ ক্লাস্টার অফিসার সম্রাট ঘোষের উপস্থিতিতে প্রকাশ করা হয় এই বিশেষ স্ট্যাম্প। প্রসঙ্গত, বর্তমানে দশম সিজন চলছে দাদাগিরি অনুষ্ঠানের। সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই অনুষ্ঠানটি জি বাংলার পর্দায় সম্প্রসারিত হয় রাত সাড়ে নটায়।

dadagiri 4

এই বিশেষ স্ট্যাম্প প্রকাশ করার পর সম্রাট ঘোষ বলেন,  ‘এটা দাদাগিরির জন্য একটি অত্যন্ত গর্বের মুহূর্ত। ডাক বিভাগের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রথম কোনও রিয়েলিটি শোয়ের স্ট্যাম্প প্রকাশ্যে এল। যাঁরা যাঁরা দাদাগিরির সঙ্গে যুক্ত আমি তাঁদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এই সম্মানের পর।’ আগামী দিনে দোল উপলক্ষে দাদাগিরির বিশেষ পর্ব আসতে চলেছে জি বাংলার পর্দায়।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর