“ও নিজের ভুল থেকে শিক্ষা নিচ্ছে না”, ভারতের তারকা ক্রিকেটারকে নিয়ে মন্তব্য স্টেইনের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ১৬ বছর আগে টি টোয়েন্টি ফরম্যাটে অভিষেক করেছিলেন। ভারতের ২০০৭ সালের বিশ্বকাপজয়ী দলের অংশ ছিলেন। কিন্তু ২০০৬ সালে অভিষেক করেও ২০২২ সালে নিজের আন্তর্জাতিক টি টোয়েন্টি কেরিয়ারের প্রথম অর্ধশতরান করেছেন তিনি। কাল ৩৭ বছর বয়সে ২৭ বলে ৫৫ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন তিনি।

অপরদিকে গোটা সিরিজে রিশভ পন্থ একেবারেই ফর্মে নেই। সিরিজে ৪টি ম্যাচ খেলে তিনি ৫৭ রানের বেশি করতে পারেননি। এবার দীনেশ কার্তিক এবং রিশভ পন্থের ব্যাটিং নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ফাস্ট বোলার ডেল স্টেইন। দীনেশ কার্তিকের প্রশংসা করে তিনি পন্থের কয়েকটি বিষয়ের সমালোচনা করেছেন।

dk pant

ডেল স্টেইন বলেছেন, “পন্থ সিরিজে চার বার ব্যাট করার সুযোগ পেয়েছে। কিন্তু ও ওর ভুলগুলো থেকে শিখছে না। ভালো প্লেয়াররা নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেদের উন্নতি করতে চেষ্টা করেন। অপরদিকে দীনেশ কার্তিক দুর্দান্ত ফর্মে রয়েছেন। যদি ও এই ফর্ম ধরে রাখে তাহলে ভারতের বিশ্বকাপের দলে ও-ই কিন্তু প্রথম পছন্দ।”

কাল প্রথমে ব্যাট করতে নেমে বেকায়দায় পড়েছিল ভারত। টপ অর্ডার পুরোপুরি ব্যর্থ হয়েছিল। কিন্তু সেই সময় ব্যাটিংয়ের হাল ধরেন হার্দিক পান্ডিয়া এবং দীনেশ কার্তিক। তাদের দুজনের মধ্যে হওয়া ৬৫ রানের পার্টনারশিপ ভারতকে ম্যাচে ফিরিয়ে আনে। ৪৬ রান করে আউট হন হার্দিক। কিন্তু ২৭ বলে মারকাটারি ৫৫ রানের ইনিংস খেলে ভারতের ইনিংসকে গতি প্রদান করেন দীনেশ কার্তিক। ভারত ২০ ওভারে ১৬৯ রান তুলেছিল মূলত তাদের দুজনের ব্যাটিংয়ের জন্যেই ভারত দেড়শোর গন্ডি অতিক্রম করতে পেরেছিল। জবাবে ব্যাট করতে নেমে ৮৭ রানে অলআউট হয়ে যান প্রোটিয়ারা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর