“পান্ডিয়াকে দেখে শিখুক পাক ক্রিকেটাররা” ফের বিস্ফোরক কানেরিয়া

বাংলা হান্ট ডেস্কঃ ফের বিস্ফোরক পাকিস্তানের প্রাপ্তন ক্রিকেটার দানিশ কনেরিয়া (Danish koneria)। দানিশ কনেরিয়া এবং মহম্মদ আমির দুজনই একই দোষে দোষী। দু’জনই ম্যাচ ফিক্সিং করেছিলেন। তবে দুজনের ক্ষেত্রে পাকিস্তান ক্রিকেট বোর্ড শাস্তি আলাদা আলাদা দিয়েছে। ম্যাচ ফিক্সিংয়ের দায়ে আজীবন ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছে দানিশ কনেরিয়া। অপরদিকে ফের পাকিস্তান জাতীয় দলে কামব্যাক করেছেন মহম্মদ আমির, এই মুহূর্তে তিনি পাকিস্তান জাতীয় দলের নিয়মিত সদস্য।

এই প্রসঙ্গে দানিশ কনেরিয়া বারবার অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন তারা দুজনেই একই দোষে দোষী তার সত্বেও মহম্মদ আমির ফের পাকিস্তান দলের নিয়মিত সদস্য হলেও তাকে আজীবন নির্বাসিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। কেন তাকে একবার সুযোগ দেওয়া হল না? এই প্রশ্ন তুলেছেন। এমনকি তিনি অভিযোগ করেছেন তিনি হিন্দু বলে তাকে পাকিস্তানে এমন অত্যাচারের শিকার হতে হয়। এমনকি তিনি পাক প্রধানমন্ত্রী ইমরান খানকেও চিঠি লিখেছিলেন। তবে তাতেও কোনো কাজ হয়নি।

এই মুহূর্তে অস্ট্রেলিয়া সফরে রয়েছে ভারতীয় দল। এই অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স করার নিরিখে ম্যান অব দ্যা সিরিজ পুরস্কার পেয়েছেন হার্দিক পান্ডিয়া। তবে তিনি পুরস্কার তুলে দিয়েছেন টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হওয়া টি নটরাজনের হাতে। টুইটারে হার্দিক পান্ডিয়া এবং নটরাজনের ছবি শেয়ার করে পাক ক্রিকেটারদের একহাত নিলেন দানিস কনেরিয়া। তিনি লিখেছেন, “এর থেকে ভালো দৃশ্য আর হতে পারে না। ম্যান অফ দ্য সিরিজ পুরস্কারের সঙ্গে পান্ডিয়া হৃদয়ও জিতে নিয়েছেন। সিনিয়র ক্রিকেটারের এমন উদ্যোগে অনুপ্রাণিত হবেন নটরাজনের মত তরুণ ক্রিকেটাররা। পাকিস্তানের কোনও ক্রিকেটার কখনও এমনটা করেছে নাকি! সবাই নিজের কথা ভাবতেই ব্যস্ত।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর