রাম মন্দিরের ভূমি পূজার দিন পাকিস্তান থেকে ‘জয় শ্রীরাম’ ধ্বনি তুললেন দানিশ কনেরিয়া।

বাংলাহান্ট ডেস্কঃ প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার দানিশ কানেরিয়া বারবার দাবি করেছেন যে হিন্দু ধর্মালম্বী হওয়ার জন্য তিনি গর্বিত। কয়েক দিন আগেই তিনি বিস্ফোরক মন্তব্য করেছিলেন যে, শুধুমাত্র হিন্দু ক্রিকেটার হওয়ার জন্য কোন পাকিস্তানি ক্রিকেটার তার সঙ্গে এক টেবিলে বসে খাবার খেতেন না। এছাড়াও তিনি জানিয়েছেন পাকিস্তানে তার ওপর নানা অত্যাচার হয়েছে, তাকে দমানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি কখনো দমে যাননি।

এছাড়াও দানিশ কানেরিয়া দাবি করেছেন যে শুধুমাত্র হিন্দু ধর্মের ক্রিকেটার হওয়ার জন্যই পাকিস্তান ক্রিকেট বোর্ড তার উপর জোরপূর্বক আইন চাপিয়ে দিচ্ছে। তাকে আর পাকিস্তান ক্রিকেট দলে ফিরতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র হিন্দু ধর্মের হওয়ার জন্যই পাকিস্তানের মুসলিম ক্রিকেটারদের জন্য আলাদা আইন থাকলেও হিন্দু ক্রিকেটার হওয়ার জন্য দানিশ কনেরিয়ার উপর জোরপূর্বক আলাদা আইন চাপিয়ে দেওয়া হচ্ছে।

IMG 20200806 174118

তবে এত চাপ সৃষ্টি করার পরেও কনেরিয়াকে দমিয়ে রাখতে পারিনি পাকিস্তান ক্রিকেট বোর্ড। রাম মন্দিরের ভূমি পূজার দিন পাকিস্তানে বসেই জয় শ্রীরাম ধ্বনি তুললেন দানিশ কনেরিয়া। কনেরিয়া এইদিন টুইট করে লিখেছেন, ” আজ এক ঐতিহাসিক দিন বিশ্বের সমস্ত হিন্দুদের কাছে। ভগবান রাম আমাদের আদর্শ। তিনি দুষ্টের বিরুদ্ধে সৃষ্টির জয়ের প্রতীক। আজ সমগ্র পৃথিবী জুড়ে এক আনন্দ জোয়ার ভেসে যাচ্ছে।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর