ডানকুনির খাটালে ভয়াবহ অগ্নিকাণ্ড! আগুনে জ্বলসে মৃত্যু ৪০ টি গবাদি পশুর, জখম বহু

বাংলাহান্ট ডেস্ক : ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire Accident) ঘটনা ঘটে গেল ডানকুনিতে। বিস্তীর্ণ এলাকাজুড়ে আগুন লাগায় তিনটি খাটাল ভস্মীভূত হয়ে যায়। শুধু তাই নয়, প্রায় ৪০ টি গবাদি পশুর মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। পাশাপাশি জখম হয়েছে পনেরটি পশু‌। সোমবার দুপুরে আচমকাই ডানকুনির (Dankuni) রথতলা সংলগ্ন খালপাড়ের একটি খাটালে আগুন লেগে যায়।

সূত্রের খবর, প্রথমে একটি খাটালে আগুন লাগার কয়েক মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে পাশের দুটি খাটালও। পাশেই ছিল গেঞ্জির কারখানা। সেই কারখানাও আগুনের গ্রাসে চলে যায়। আগুন লাগার কথা প্রকাশ্যে আসতেই ঘটনাস্থলে পৌঁছয় ডানকুনি থানার পুলিশ। বেশ কিছুক্ষণের চেষ্টায় দমকলের ২টি ইঞ্জিন নিয়ন্ত্রণে আনে আগুন। তবে গবাদি পশুগুলিকে বাঁচানো যায়নি।

খবর পেয়েই ডানকুনি পুরসভার পুর প্রধান হাসিনা শবনম সেখানে পৌঁছন। হাসিনা শবনম বলেন, “আমি এসে দেখছি প্রায় ৪০টি গরু মারা গিয়েছে। গরুগুলো এমন ভাবে বাঁধা ছিল যে বের করা যায়নি। বাঁধন আলগা থাকলে হয়ত বের হতে পারত। কিছু গরু প্রাণে বেঁচে গিয়েছে। আমি এখন শুনলাম ওদের ট্রেড লাইলেন্স নেই।”

Dankuni

 

খাটালের মালিক বলেন, “অনেক গুলো গরুর ক্ষতি হয়েছে। ওই গেঞ্জি কারখানাটা আমার জায়গায় তৈরি হয়েছিল। মেশিন ছিল আমাদের। কোটি টাকার মতো খরচা হয়েছে।” যদিও ওই কারখানার মালিকের কাছে কোনও লাইসেন্স ছিল না বলেই জানা গিয়েছে। সব মিলিয়েই, খাটাল মালিক থেকে শুরু করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর