মেলবোর্নে অপ্রতিরোধ্য ওয়ার্নার, ছুঁয়ে ফেললেন ভারতের বিরুদ্ধে গড়া রুটের অনন্য রেকর্ডটি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: মেলবোর্নে (MCG) ব্যাট হাতে নামার আগে সময়টা একেবারেই ভালো যাচ্ছিল না তারকা অস্ট্রেলিয়ান (Australia) ওপেনার ডেভিড ওয়ার্নারের (David Warner)। টেস্ট ফরম্যাটে নিজের পুরনো চেহারার ছায়া হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। টানা ৩ বছর এই ফরম্যাটে কোনও শতরানের মুখ না দেখা ওয়ার্নার চলতি বছরে রীতিমতো খারাপ পারফরম্যান্স করেছেন।

চলতি বছরে ১৯ টা টেস্ট ইনিংস খেলে মাত্র দুইবার অর্ধশতরানের গণ্ডি পেরোতে পেরেছেন ডেভিড ওয়ার্নার। চলতি বছরের টেস্টের দুই ইনিংসে ‘০’ রানে আউট হওয়ার মতন লজ্জার রেকর্ডও জুড়েছিল তার নামের পাশে। শেষবার এই ফরম্যাটে অর্ধশতরানের মুখ দেখেছিলেন চলতি বছরের পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ টেস্ট ম্যাচে, মার্চ মাসে।

সেই জায়গা থেকে গতকাল অস্ট্রেলিয়া মাত্র ১৮৯ রানে দক্ষিণ আফ্রিকাকে অল-আউট করার পর আজ একাই প্রোটিয়াদের রানসংখ্যাকে ছাড়িয়ে গেলেন ডেভিড ওয়ার্নার। দুর্দান্ত ব্যাটিং করে ২৫৪ বলে ১৬টি চার ২টি ছক্কা সহ ২০০ রান করলেন তিনি। টেস্ট ফরম্যাটে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্ট ম্যাচে দ্বিশতরান করার রেকর্ড গড়লেন তিনি। প্রথম অজি ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি।

warner

এর আগে ২০২১ সালে ভারতের বিরুদ্ধে নিজের শততম টেস্ট ম্যাচটি খেলতে নেমে ২১৮ রান করেছিলেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক জো রুট (Joe Root)। তবে তিনি ছন্দে থাকা অবস্থাতেই এই কীর্তি গড়েছিলেন। ডেভিড ওয়ার্নারের এই ইনিংস অত্যন্ত বেশি আকর্ষণীয়, কারণ আজকের আগে তার শেষ টেস্ট শতরানটি এসেছিল ১০৮৬ দিন আগে।

বক্সিং ডে টেস্টে স্টিভ স্মিথের (Steve Smith) সঙ্গে ২৩৯ রানের পার্টনারশিপ গড়ে অস্ট্রেলিয়াকে চালকের আসনে বসিয়ে দিয়ে গিয়েছেন তিনি। তবে ২০০ রান করার পর মাংসপেশিতে টান অনুভব করার কারণে মাঠ ছেড়েছিলেন তিনি। স্টিভ স্মিথ আউট হয়েছিলেন ৮৬ রান করে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর