দিনরাত এসি চালালেও এবার ভাবতে হবে না বিল নিয়ে! কীভাবে সামলাবেন আয়ত্তে?

বাংলা হান্ট ডেস্ক:‌ এবার জুলাইতেও দেখা নেই বৃষ্টির।হাঁসফাঁস মানুষ, যারপরনাই বিরক্তও।গরম থেকে স্বস্তি দিচ্ছে একমাত্র এসি। কিন্তু মধ্যবিত্তের পক্ষে সারাদিন তা চালিয়ে রাখার উপায় নেই। কারণ বিদ্যুতের বিলের পরিমাণে চক্ষু চড়কগাছ হবার সমান।তবে এবার সমাধান পথ দেখাল এসি প্রস্তুতকারী সংস্থাগুলো।

জানা যাচ্ছে বাজারে আসতে চলেছে সৌরশক্তি চালিত এসি। এবার সারা দিন এসি চালান, বিল নিয়ে খুব একটা চিন্তা করতে হবে না।প্রসঙ্গত এই এসি বাজারে আনছে ভিডিওকন এবং এলজি–র মতো সংস্থা। এসির রক্ষণাবেক্ষণের খরচও কম। এই এসির সঙ্গে থাকবে সোলার প্যানেল এবং ডিসি থেকে এসি কানেক্টর। সংস্থাগুলোর দাবি, সব ঋতুতেই চলবে এই এসি। বাড়ির ছাদে বা যেখানে ভাল রোদ আসে, সেখানে এই সোলার প্যানেলটি বসাতে হবে।সারাদিন সোলার প্যানেল থেকে এসির ব্যাটারি চার্জ হবে। তার পর সেই ব্যাটারি দিয়েই সারা রাত এসি চলবে। ১ টন এসির জন্য লাগবে চারটি সোলার প্যানেল। ডিসি টু এসি কানেক্টর ইনস্টলেশন সবই দিচ্ছে সংস্থাগুলো।এখন এভাবেই গরম মুক্তির জন্য দিন গুনছে মানুষ।

সম্পর্কিত খবর