দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক হতে চলেছেন ডিভিলিয়ার্স! এই সম্পূর্ণ মিথ্যা খবর, নিজেই জানালেন ডিভিলিয়ার্স।

বুধবার নেটদুনিয়ায় একটি বিশেষ খবর ছড়িয়ে পড়ে। সেই খবরে বলা হয়েছিল যে অবসর ভেঙে ফের 22 গজে ফিরতে চলেছেন সাউথ আফ্রিকান সুপারস্টার এবি ডি ভিলিয়ার্স। শুধু বাইশ গজে ফিরবেনই না সেই সাথে বিশ্বকাপে সাউথ আফ্রিকা দল কে নেতৃত্বও দেবেন তিনি। মুহূর্তের মধ্যে সেই খবর ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। তবে ডিভিলিয়ার্স নিজেই দাবি করলেন যে সেটি ছিল মিথ্যা খবর। আর মিথ্যা খবর ছড়ানোর জন্য বেজায় চটেছেন ডিভিলিয়ার্স।

একটি সর্ব ভারতীয় সংবাদমাধ্যমের ভিডিও বার্তায় জানানো হয়েছিল যে, করোনা ভাইরাসের কারণে জাতীয় দলে ডিভিলিয়ার্সের কামব্যাক পিছিয়ে যাচ্ছে। তবে তিনি শুধু জাতীয় দলে কামব্যাকই করবেন না সেই সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়কত্বের ভারও ডিভিলিয়ার্সের হাতে তুলে দিতে চাইছে সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

24635744b766682c5efdf1aee1dde97926bcb7d18c817c7f8993da35eca834febcbfab28 1

এই খবর ছড়ানোর পর এবার ডিভিলিয়ার্স নিজেই টুইট করে জানালেন যে এটি সম্পুর্ন মিথ্যা খবর, বেশ কয়েকদিন ধরে দেখছি বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে যে সাউথ আফ্রিকা ক্রিকেট বোর্ড আমাকে অধিনায়কত্বের দায়িত্ব দিতে চাইছে। তবে আমি জানিয়ে রাখি এই খবরটি পুরোপুরি মিথ্যা। এই সময়ে বিশ্বজুড়ে কঠিন পরিস্থিতি চলছে এখন কোন খবর বিশ্বাস করবেন আর কোনটা করবেন না সেটাই বোঝা কঠিন। তাই সকলের কাছে অনুরোধ সুস্থ থাকুন এবং গুজবে কান দেবেন না।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর