ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন এবি ডিবিলিয়ার্সকে।

দক্ষিণ আফ্রিকার হেড কোচের পদে নতুন নিযুক্ত হয়েছেন মার্ক বাউচার। দক্ষিণ আফ্রিকার হেড কোচের দায়িত্ব পাওয়ার পর থেকে তিনি দক্ষিণ আফ্রিকান ক্রিকেট এর উন্নতির ব্যাপারে ভাবতে শুরু করেছেন। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা একেবারেই হতাশাজনক পারফরম্যান্স করেছে, আমরা যে দক্ষিণ আফ্রিকাকে দেখতে অভ্যস্ত তার ধারে কাছেও দেখা যায়নি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে। আর তাই দক্ষিণ আফ্রিকার নবনিযুক্ত হেডকোচ মার্ক বাউচার ইঙ্গিত দিয়েছেন যে এবার ফিরিয়ে আনা হতে পারে দক্ষিণ আফ্রিকার প্রাপ্তন ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সকে। আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখেই এমন চিন্তা-ভাবনা শুরু করেছেন দক্ষিণ আফ্রিকান হেড কোচ মার্ক বাউচার।

এই দিন মার্ক বাউচার সাংবাদিক সম্মেলনে এসে বলেন যখন কোন বিশ্বকাপ খেলার জন্য দল নির্বাচন করা হয় তখন সেই দেশের টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক এবং কোচ সকলেই চান সেরা দল নির্বাচন করতে এবং সেরা দল নিয়ে তারা বিশ্বকাপ অভিযান শুরু করতে চান। আমার মতে দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ক্রিকেটার হলেন এবি ডিভিলিয়ার্স, তাই বিশ্বকাপে দল নির্বাচন করার আগে ডিবিলিয়ার্সের সাথে একবার আলোচনায় বসতে চান দক্ষিণ আফ্রিকার হেডকোচ মার্ক বাউচার।

37773781062df25ccb25b84467822294d93117eb

সেই সাথে মার্ক বাউচার জানিয়েছেন যে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের ভালোর জন্য যতটা সম্ভব করব। যদি সম্ভব হয় তাহলে আরও বেশ কিছু অবসর নেওয়া ক্রিকেটারের সাথে কথা বলে যদি তাদের ফিরিয়ে আনা যায় তাহলে তাদের সাথে আলোচনায় বসবার কথা জানিয়েছেন মার্ক বাউচার। অর্থাৎ তিনি চান টিটোয়েন্টি বিশ্বকাপে শক্তিশালী দল তৈরি করতে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর