সকাল সকাল বড় খবর! ফের DA বাড়ল রাজ্য সরকারি কর্মীদের, এবার কত শতাংশ?

বাংলা হান্ট ডেস্কঃ মাসের শুরুতেই সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর। ফের একদফায় বাড়ল ডিএ বা মহার্ঘ ভাতা (Dearness allowance)। ফেব্রুয়ারির শেষদিনে রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার বৃদ্ধির বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। ডিএ বৃদ্ধির আপডেট পেয়ে খুশি ধরছে না সরকারি কর্মীদের। কিন্তু কত শতাংশ DA বাড়ল? জানুন বিস্তারিত।

গতকালই রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল। তিনি জানিয়েছেন, আরও চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হচ্ছে। যা ২০২৩ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে।

প্রসঙ্গত, এর আগে ৪২ শতাংশ হারে ডিএ পেতেন গুজরাটের সরকারি কর্মীরা। তবে ফের একদফায় মহার্ঘ ভাতা বৃদ্ধির ফলে ২০২৩ সালের ১ জুলাই থেকে এবার তারা সপ্তম বেতন কমিশনের আওতায় ৪৬ শতাংশ হারে ডিএ পাবেন বলে ঘোষণা করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী।

এখানেই শেষ নয়, সেইসঙ্গে সরকারি কর্মীদের কয়েক মাসের বকেয়া ডিএ বা ‘এরিয়ার’ মিটিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বকেয়া ডিএ প্রদান প্রসঙ্গে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মোট আট মাসের বকেয়া ডিএ বা এরিয়ারের টাকা প্রদান করা হবে। যদিও সেই টাকা একদফায় প্রধান করা হবে না। তিনটি দফায় সরকারি কর্মীদের সেই টাকা মেটানো হবে।

da hike

আরও পড়ুন: সামনেই লম্বা ছুটি! দিনক্ষণ জেনে বানিয়ে ফেলুন দারুন একটা বেড়ানোর প্ল্যান

বৃহস্পতিবার ‘এক্স’ হ্যান্ডেলে গুজরাটের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যের মোট ৪.৪৫ লাখ রাজ্য সরকারি কর্মচারী এবং ৪.৬৩ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারীদের এবার থেকে চার শতাংশ হারে অতিরিক্ত ডিএ প্রদান করা হবে। উল্লেখ্য, মার্চ মাসের শুরুতেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ফের ডিএ বৃদ্ধির ঘোষণা হবে বলে একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর