কত কোটি টাকা পকেটে পুরেছে CBI, বিস্ফোরক মন্তব্য দেবাংশুর

বাংলাহান্ট ডেস্ক : প্রকাশ্য জনসভায় বিস্ফোরক মন্তব্য তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের। তার মন্তব্য, “সিবিআই কত কোটি টাকা পকেটে পুরেছে? ওই টাকা এবার বিজেপির পার্টি ফান্ডে যাবে। পোস্টার তৈরি হবে। আপকি বার মোদি সরকার!”

স্কুল সার্ভিস কমিশন দুর্নীতি মামলা সহ একাধিক ইস্যুতে ঘরে বাইরে চাপে তৃণমূল। এসএসসি দুর্নীতি মামলায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন তৃণমূলের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার ফ্ল্যাট থেকে পাওয়া গেছে কোটি কোটি নগদ টাকা ও লক্ষ লক্ষ টাকার সোনার গয়না। ইডির হাতে গ্রেফতারের পর পার্থ চট্টোপাধ্যায়ের সমস্ত পথ বিলুপ্ত করা হয় দলের পক্ষ থেকে। সরিয়ে ফেলা হয় রাজ্যের সমস্ত মন্ত্রিত্ব থেকে। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্যাট থেকে উদ্ধার হয় প্রায় পঞ্চাশ কোটি টাকা নগদ। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। এবার আরো বিস্ফোরক মন্তব্য তৃণমূলের দেবাংশু ভট্টাচার্যের।

হাওড়া ময়দানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে একটি জনসভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস । সেই জনসভায় তৃণমূলের অন্যতম জনপ্রিয় মুখ দেবাংশু বলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে ৫০ কোটি পাওয়া গেছে। আমরা কিন্তু জানিনা আদৌ কত কোটি টাকা পাওয়া গেছে। আরো কত কোটি টাকা সিবিআই পকেটে পুরেছে। এমনও হতে পারে হয়তো ধরুন ১০০ কোটি পাওয়া গেছে। ৫০ কোটি নিজের পকেটে পুরেছে, আর টিভিতে বলেছে ৫০ কোটি পাওয়া গেছে! ওই টাকা গুলো বিজেপির পার্টি ফান্ডে চলে যাবে । বড় বড় পোস্টার পড়বে। আপকি বার মোদি সরকার!”

পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি তৃণমূলের আরও এক হেভিওয়েট নেতা অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পরেও রীতিমতো অস্বস্তিতে তৃণমূল। সূত্রের খবর দলের ভাব মূর্তি ফেরাতে এই নিয়ে গতকাল বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানান ব্যক্তি স্বার্থ নয়, শুধুমাত্র ভালবেসে কাজ করলেই দলে থাকা যাবে। পাশাপাশি বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ এনে পথে নামার পরামর্শও দেন তিনি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর