‘দ্রৌপদীকে জেড প্লাস নিরাপত্তা দিলে যশবন্ত সিনহাকে নয় কেন!’ বিতর্ক উস্কে দিলেন দেবাংশু ভট্টাচার্য

বাংলা হান্ট ডেস্কঃ সকলের নজর বর্তমানে দেশের রাষ্ট্রপতি নির্বাচনের ওপর। একদিকে কেন্দ্র সরকার যেমন দ্রৌপদী মুর্মুকে নিজেদের পদপ্রার্থী করেছে, অপরদিকে আবার বিরোধী দলের তুরুপের তাস বর্তমানে যশবন্ত সিনহা। এই নির্বাচন নিয়ে যখন বর্তমানে দুই পক্ষের মধ্যে বাদানুবাদ শুরু হয়ে গিয়েছে, সেই সময় বিতর্ক আরো বৃদ্ধি করে দিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য।

সম্প্রতি, নিজেদের মধ্যে একের পর এক বৈঠকের পর অবশেষে প্রাক্তন বিজেপি সাংসদ যশবন্ত সিনহার নাম স্থির করেছে বিরোধী শিবির। এক্ষেত্রে প্রথমে শরদ পাওয়ার থেকে শুরু করে ফারুক আব্দুল্লাহ এবং গোপালকৃষ্ণ গান্ধীর নাম উঠে আসলেও তারা সকলেই নিজেদের অসম্মতি প্রকাশ করেন এবং এরপরেই উঠে আসে যশবন্ত সিনহার নাম। অপরদিকে, সূত্র মারফত বেঙ্কাইয়া নাইডুকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করার জল্পনা উঠলেও গতকাল ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুকে নিজেদের প্রার্থী হিসেবে পেশ করে ভারতীয় জনতা পার্টি। অবশ্য এরপরেই দ্রৌপদী মুর্মুকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র সরকার আর এই প্রসঙ্গটিকে উল্লেখ করে এবার বিজেপির দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন দেবাংশু ভট্টাচার্য।

তিনি বলেন, “দ্রৌপদী মুর্মুর নাম রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পরেই তাঁকে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হল। এটা ভালো কথা। কিন্তু যশবন্ত  সিনহা এই সুযোগ-সুবিধা পাবেন না কেন? এক্ষেত্রে বিরোধীদের প্রার্থী বলে কি তাঁর জন্য আইন এক হবে না?”

আবার অপরদিকে প্রাক্তন সতীর্থ যশবন্ত সিনহাকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা তথাগত রায়। তিনি একটি টুইট করে লেখেন, “যশবন্ত সিনহার যেরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে, তা দেখা যায় না। প্রথমে মন্ত্রিসভার পদ হারানোর পর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আর বর্তমানে হার হবে জেনেও বিরোধীদের পদপ্রার্থী হয়ে রাষ্ট্রপতি পদে লড়াই করতে চলেছেন উনি। দুর্ভাগ্যজনক।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর