উপযুক্ত নিরাপত্তা পেলে বিজেপিতে যোগ দেব, শাহকে চিঠি দিয়ে জানালেন রায়দিঘির সংসদ দেবশ্রী

বাংলা হান্ট ডেস্ক : তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন তা একেবারে নিশ্চিত হওয়া গিয়েছিল 14 অগস্ট তারিখে, যদিও সফরের অগোচরে ক্যামেরার আড়ালে একে বারে দিল্লি উড়ে গিয়েছিলেন তিনি কিন্তু সে দিনই রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় দিল্লির সদর দফতরে বিজেপিতে যোগ দিতে গিয়েছিলেন, তবে যেহেতু শোভন চট্টোপাধ্যায় এবং দেবশ্রী রায়ের মধ্যে সম্পর্কের টানাপড়েন রয়েছে তাই দলের সিদ্ধান্ত অনুযায়ী সেদিন রাজ্যের প্রাক্তন হেভিওয়েট নেতার দিকেই ঝুঁকে ছিল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বরা৷BL21P4AMITSHAH

ঠিক তখনই দেবশ্রীকে বিজেপি দলে যোগ দেওয়ার আশা বুকে নিয়ে ফিরে আসতে হয় রাজ্যে৷ যদিও এখানেই দেবশ্রীর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা থমকে যায়নি কারণ এর পর নানা ভাবে দেবশ্রী রায়ের বিজেপি নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ করার প্রবণতার খবর প্রকাশ্যে এসেছিল তবে এবার সেই সব জল্পনা উস্কে নতুন বিতর্ক তৈরি করল দেবশ্রী রায়ের চিঠি৷ উপযুক্ত নিরাপত্তা পেলে তিনি বিজেপিতে যোগ দেবেন কেন্দ্রীয় বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে চিঠি দিয়ে এমনটাই জানিয়েছেন দেবশ্রী৷

বিজেপিতে যোগ দিলে তাঁর নিরাপত্তা নিয়ে সংশয় হতে পারে তাই দলের তরফে যদি উপযুক্ত নিরাপত্তা দেওয়া হয় তবেই তিনি বিজেপিতে যেতে রাজি এমনটাই জানিয়েছেন, তার পর থেকে নতুন বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনৈতিক অন্দরে৷ যেহেতু এখন শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বিজেপি দলের দূরত্ব অনেকটাই বেড়েছে তাই অনেকেই মনে করছেন এবার দেবশ্রী রায়কে দল নিয়ে ফাঁকা স্থান পূরণ করতে চাইছে গেরুয়া বাহিনী৷

কারণ এক সময় যে শোভন চট্টোপাধ্যায়ের জন্য দেবশ্রী রায়কে বিজেপিতে যোগদান করানো হয়নি ঠিক কয়েক মাস কাটতে না কাটতেই আবারও দেবশ্রীর গেরুয়া বাহিনীতে যোগদান নিয়ে জল্পনা উস্কেছে৷ যদিও এই প্রসঙ্গে অভিনেত্রী চিঠি দেওয়ার প্রসঙ্গ উড়িয়ে দিয়েছেন৷ তবে শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় যেদিন দেবশ্রী রায় দলে যোগ দিলে থাকবেন না বলে স্পষ্ট জানিয়েছিলেন ঠিক তখনই বিজেপির রাজ্য সভাপতি কাকে দলে নেওয়া হবে কিংবা কাকে নেওয়া হবে না তা দল ঠিক করবে বলে জানান৷

তার পর থেকেই বাড়ে দূরত্ব এ বার শোভনের তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা উস্কেছে, যা নির্মূল হবে আজকের বিধায়কদের বৈঠকের পর৷

সম্পর্কিত খবর