বেআইনিভাবে নির্বাসিত করার জন্য ডেকান চার্জার্সকে ৪,৮০০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে BCCI-কে।

করোনা ভাইরাসের কারণে আর্থিক মন্দার মধ্যে দিন কয়েক আগে একটি চরম সুখবর পেয়েছিলে বিসিসিআই। 10 বছর আগের দুর্নীতি মামলায় জয়ী হয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেই কারণে প্রায় 850 কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ পায় বিসিসিআই। তবে বিসিসিআই এর সেই আনন্দ দীর্ঘস্থায়ী থাকলো না। এবার বেআইনিভাবে চুক্তি ভঙ্গের দায়ে বিসিসিআই এর কাঁদে এসে পড়ল বিরাট অংকের আর্থিক ক্ষতিপূরণ।

আইপিএলে প্রথম মরশুম থেকে আইপিএলে খেলতো হায়দ্রাবাদের ফ্র্যাঞ্চাইজি দল ডেকান চার্জার্স। 2009 সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় তারা, কিন্তু তারপর 2012 সালে হঠাৎ করেই আইপিএল থেকে চিরতরে হারিয়ে যায় সেই দলটি। জানা গিয়েছিল চুক্তি ভঙ্গের দায়ে ডেকান চার্জার্সকে আইপিএল থেকে চিরতরে নির্বাসিত করে দেয় বিসিসিআই।

31869007cb04e3b7b3664ca892eb74ee73952b9b0d32e72d50fa5969a10716739d3be658

কিন্তু বিসিসিআই এর সেই দাবিকে মিথ্যা বলে বিসিসিআইকে চ্যালেঞ্জ করে সরাসরি বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয় ডেকান। অবশেষে সেই মামলার রায় বেরোলো এবং মামলার রায় ডেকানের পক্ষে। সেই কারণে এবার ডেকান চার্জার্সকে 4 হাজার 800 কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে বিসিসিআইকে। এমনিতেই আইপিএলে কারণে একের পর এক সিরিজ বাতিল হওয়ার ফলে কিছুটা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল বিসিসিআই। তার ওপর এই মামলার রায় বিসিসিআই এর বিপক্ষে যাওয়ায় আরও কোণঠাসা হয়ে পড়ল ভারতীয় ক্রিকেট বোর্ড।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর