করোনা মুক্ত হয়ে দলের সঙ্গে অনুশীলন শুরু করলেন দীপক চাহার

বাংলা হান্ট ডেস্কঃ আইপিএল খেলতে অন্যান্য দলগুলির মত তড়িঘড়ি দুবাই উড়ে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু দুবাই পৌঁছানোর পরে একের পর এক ধাক্কা আসতে শুরু করে চেন্নাই শিবিরে। আইপিএল শুরুর কয়েক সপ্তাহ আগে করোনা আক্রান্ত হয়ে পড়েন চেন্নাই সুপার কিংসের দুই ক্রিকেটার সহ মোট 13 জন সদস্য। সেই কারণে অন্যান্য দলগুলি অনুশীলন শুরু করলেও অনুশীলন শুরু করতে পারেনি সিএসকে। অন্যান্য ফ্রাঞ্চাইজি গুলির থেকে বেশ কয়েকদিন পরে অনুশীলন শুরু করতে হয়েছিল সিএসকে।

তবে আইপিএল শুরু হওয়ার আগেই স্বস্তি মিলল চেন্নাই শিবিরে। জানা গিয়েছে সিএসকে দলের পেসার দীপক চাহার করোনা মুক্ত হয়ে অনুশীলনের যোগদান করেছেন। গত দু’দিন আগেই দীপক চাহার এর করোনা মুক্ত হওয়ার খবর টুইট করে জানিয়েছিল সিএসকে টিম ম্যানেজমেন্ট। এবার জানা গেল তিনি পুরোপুরি ভাবে সুস্থ হয়ে দলের সঙ্গে অনুষ্ঠানে যোগদান করেছেন। এমনকি আগামী 19 শে সেপ্টেম্বর আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে দেখা যেতে পারে এই ভারতীয় পেসারকে।

235548733cfe89d407a9095d385a59926c6c260acc561a564f797ec7c32a0ae00fa8c75fc

আইপিএল খেলতে দুবাই উড়ে যাওয়ার আগে চেন্নাইয়ের চিপকে স্টেডিয়ামে ছয় দিনের একটি প্রস্তুতি শিবিরের আয়োজন করেছিল চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। তারপরই তারা দুবাই উড়ে যায়। দুবাই গিয়ে প্রথমে বাধ্যতামূলক ছ’দিনে কোয়ারেন্টিনে ছিলেন প্রত্যেকে তারপরে করোনা পরীক্ষা করা হলে সেখানে দীপক চাহারের করোনা পজেটিভ হওয়ার খবর পাওয়া যায়। তারপর 14 দিন কোয়ারেন্টিনে থাকার পর দুবার করোনা পরীক্ষা করা হলে সেই পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। তারপরে দীপক চাহারকে করোনা মুক্ত ঘোষণা করা হয়।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর