ধোনিকে বড় দায়িত্ব দিল প্রতিরক্ষা মন্ত্রক, এনসিসি উন্নয়নে মাস্টার প্ল্যান কেন্দ্রের

বাংলা হান্ট ডেস্কঃ মহেন্দ্র সিংহ ধোনি, ভারতীয় সেনাবাহিনীকে কতখানি শ্রদ্ধা করেন তা এর আগেও সামনে এসেছে বারবার। এমনকি খেলার সময় নিজের উইকেট কিপিং গ্লাভসেও ভারতীয় আর্মির পোশাকের রং এবং লোগো ব্যবহার করতেন মাহি। তার অবদানকে সম্মান জানাতে সেনাবাহিনীতে একজন লেফটেন্যান্ট কর্নেল হিসেবে নিয়োজিতও করা হয়েছে তাকে। এবার এনসিসির উন্নয়নেও মহেন্দ্র সিংহ ধোনিকে বিশেষ কমিটির অন্তর্ভুক্ত করল প্রতিরক্ষামন্ত্রক।

ন্যাশনাল ক্যাডেট কর্পসকে আরও বেশি শক্তিশালী করে তুলতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে প্রতিরক্ষামন্ত্রক। সেই কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি, মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নাজমা আক্তার, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কর্নেল রাজ্যবর্ধন সিং রাঠোর (অবসরপ্রাপ্ত), রাজ্যসভার সাংসদ বিনয় সহস্রবুদ্ধি এবং প্রধান অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব সান্যাল।

প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এনসিসি নিয়ে ব্যাপক পর্যালোচনার জন্য এই কমিটির সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় সংসদ বৈজয়ন্ত পান্ডা। এই কমিটির প্রধান উদ্দেশ্য এনসিসিকে আগামী দিনে আরো বেশি প্রাসঙ্গিক এবং সময় উপযোগী করে তোলা। এই বিশেষজ্ঞ কমিটির তরফ থেকে জানানো হয়েছে এনসিসিকে আরও উন্নত করতে আগামী দিনে শুধু তাকে পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত করাই নয়, একইসঙ্গে আন্তর্জাতিক যুব সংগঠনগুলির সেরা অনুশীলনপর্বের সাথেও যুক্ত করা হবে।

the controversial life of mahendra singh dhoni 2 920x518 1

একই সঙ্গে প্রাক্তন ছাত্রদের নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রকের মতে এই কমিটির পর্যালোচনা আগামী দিনে এনসিসি ক্যাডেটদের দেশ নির্মাণ ও উন্নয়নের কাজে আরও অনেক বেশি অবদান রাখতে সাহায্য করবে।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর