রাশিয়ার S-400 কে টেক্কা দেবে ভারতের এই মহাঅস্ত্র, বড় কামাল করে দেখাল DRDO

বাংলা হান্ট ডেস্ক : ফের ভারতের প্রতিরক্ষা বিভাগে এল নতুন ডিফেন্স মিসাইল। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই অতি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। গতকাল বিমান ধ্বংসকারী ওই ক্ষেণাস্ত্রের সফল পরীক্ষা করা হয় ওড়িশার (Odisha) চাঁদিপুর পরীক্ষাকেন্দ্রে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ‘১০০ শতাংশ সফল হয়েছে পরীক্ষা। ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রটি সঠিক ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে।

এই অতি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রটির নাম দেওয়া হয়েছে ‘ভেরি শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম’ (VSHORADS)। মাটি থেকে কম উচ্চতায় থাকা শত্রপক্ষের বিমান, ড্রোন এবং ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সক্ষম এটি। এর সবচেয়ে বড় বিশেষত্ব হল ওজন কম হওয়ায় একজন সেনাই এটি বহন করতে ও ছুড়তে পারেন। ভিএসএইচওআরএডিএস (VSHORADS)-এর সফল পরীক্ষার পর ডিআরডিওকে অভিনন্দন জানান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘এর ফলে আমাদের সশস্ত্র বাহিনীর প্রযুক্তিগত উৎকর্ষ নতুন মাত্রা পাবে।’

উল্লেখ্য, চলতি মাসেই দূরপাল্লার ব্রাহ্মস (BrahMos Missile) ক্ষেপণাস্ত্র সফল পরীক্ষা করে নৌসেনা (Indian Navy)। আরব সাগরে লক্ষ্যবস্তুতে নিখুঁত ভাবে আঘাত হানে দেশীয় প্রযুক্তিতে তৈরি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রটি। ‘কলকাতা ক্লাস গাইডেড’ মিশাইল ধ্বংসকারী যুদ্ধজাহাজ থেকে ছোঁড়া হয় ব্রাহ্মস। যার পর নৌবাহিনীর এক আধিকারিক জানান, রবিবারের সফল উৎক্ষেপণের পরে দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্রের ভাণ্ডার আরও শক্তিশালী হল।

drdo

ব্রাহ্মস উৎক্ষেপণের কথা জানিয়ে নৌসেনার পক্ষ একটি টুইটও করে লেখা হয়, ‘আত্মনির্ভর ভারতের দিকে আরও এককদম। নৌসেনার তরফে আরব সাগরে সফল উৎক্ষেপণ হল দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের।’

অন্যদিকে, ভারতের (India Army) হাতে আসতে চলেছে মারাত্মক এক ট্যাঙ্ক। এমন এক বিশেষ ধরনের ট্যাঙ্ক (Integrated Mobile Camouflage System) যা আক্রমণ হানবে শত্রুর চোখে ধুলো দিয়ে। বিপক্ষ বুঝতেই পারবে কোথা থেকে আসছে এই আক্রমণ? ঠাওর করার আগেই ধ্বংস হয়ে যাবে এক একটি শত্রু ঘাঁটি। খালি চোখে তো নয়ই এমন কি থার্মাল র‍্যাডারকেও বোকা বানাতে সক্ষম এই বিশেষ ট্যাঙ্ক।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর