গুজরাট নির্বাচনের পূর্বে হাজির ধর্ম-সংকট! অবশেষে ৩ গুরুত্বপূর্ণ হিন্দুত্ব-কার্ড খেললেন কেজরিওয়াল

বাংলা হান্ট ডেস্কঃ একদিকে যখন দিল্লি এবং পঞ্জাবের পর গুজরাট (Gujrat) বিধানসভা নির্বাচনে জিততে মরিয়া আম আদমি পার্টি (Aam Admi Party), সেই মুহূর্তে তাদেরই এক মন্ত্রীর বক্তব্য অস্বস্তিতে ফেলল পুরো দলকে। যদিও এর ঠিক পরম মুহূর্তেই জনতার প্রতিবাদের মাঝে তিনটি অভূতপূর্ব হিন্দুত্ব কার্ড খেললেন আপ প্রধান তথা দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal), যা বর্তমান রাজনীতিতে বেশ উল্লেখযোগ্য ভূমিকা নেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য দিল্লি এবং পঞ্জাবের পর গুজরাটের বিধানসভা নির্বাচন জিততে মরিয়া আম আদমি পার্টি। এক্ষেত্রে অতীতে একাধিকবার গুজরাটে পৌঁছে গিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল সহ দলের অন্যান্য নেতা মন্ত্রীরা। যদিও এর মাঝে সম্প্রতি মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম দিল্লিতে বৌদ্ধ দীক্ষা নেওয়া মানুষদের উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করে বলেন, “আমরা রাম, কৃষ্ণ, ব্রহ্মা ও বিষ্ণুকে ভগবান হিসেবে বিবেচনা করবো না। তাদেরকে পুজো করা থেকে বিরত থাকতে হবে।”

দলীয় মন্ত্রীর এহেন বক্তব্য ইতিমধ্যে অস্বস্তিতে ফেলেছে আম আদমি পার্টিকে। এ ক্ষেত্রে গতকাল গুজরাটে অরবিন্দ কেজরিওয়ালকে ঘিরে তীব্র প্রতিবাদ পর্যন্ত দেখানো হয়। তবে গুজরাটে জয় পেতে মরিয়া কেজরিওয়াল। ইতিমধ্যে তিনটি গুরুত্বপূর্ণ হিন্দুত্ব কার্ড খেলে ফেলেছেন তিনি। এক্ষেত্রে রামভক্তদের অযোধ্যায় ভ্রমণ করানোর পাশাপাশি নিজেকে কট্টর হনুমান ভক্ত বলেও পরিচয় দেন কেজরিওয়াল।

এক্ষেত্রে দিল্লিতে কিভাবে জনসাধারণকে তীর্থযাত্রায় নিয়ে যাওয়া হয়, সেই প্রসঙ্গ তুলে ধরে কেজরিওয়াল বলেন, “গুজরাটে যদি আমাদের দল ক্ষমতায় আসে, তাহলে রামভক্তদের অযোধ্যা সফরে নিয়ে যাওয়া হবে। এর সম্পূর্ণ খরচ বহন করবে আমাদের দল। গুজরাটে ক্ষমতায় আসতে চলেছি আমরা। কারণ, আম আদমি পার্টি সকলের জন্য কাজ করে। আপনারা চিন্তা করবেন না। অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়ে গেলে সেখানে থাকা খাওয়া এবং যাতায়াত, সব কিছুর খরচ আমরা বহন করব। সকলকে বিনামূল্যে নিয়ে যাওয়া হবে তীর্থস্থানে।”

এরপরই অরবিন্দ কেজরিওয়ালের গলায় উঠে আসে গরু-ভক্তির কথা। এক্ষেত্রে হিন্দুত্ব অস্ত্রে শান দেওয়ার মাধ্যমে তিনি বলেন, “দিল্লিতে প্রতিটি গোশালায় টাকা দেওয়া হয়। যদি আমরা গুজরাটে ক্ষমতায় আসি, তাহলে গরুর যত্নের জন্য প্রতিটি প্রাণী পিছু ৪০ টাকা করে প্রদান করা হবে। আম আদমি পার্টি সরকার গুজরাটের প্রতিষ্ঠিত হলে আমরা সকল প্রতিশ্রুতি পালন করব।”

পরবর্তীতে কৃষ্ণ এবং হনুমান প্রসঙ্গ উঠে আসে দিল্লির মুখ্যমন্ত্রীর বক্তব্যে। তিনি বলেন, “আমার জন্ম জন্মাষ্টমীর দিনে। ঈশ্বর আমাকে বিশেষ দায়িত্ব দিয়েছেন, যাতে আমি কংসের বংশধরদের নাশ করতে পারি। বর্তমানে কয়েকটি পোস্টার আমার নজরে এসেছে, যেখানে ভগবানকে অপমান করা হয়েছে। আমি হনুমানের পরম ভক্ত। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করা আমার উদ্দেশ্য।” একইসঙ্গে আপ প্রধান গতকাল জয় শ্রীরাম এবং জয় শ্রীকৃষ্ণ স্লোগানও তোলেন।

1600x960 1278744 arvind kejriwal

উল্লেখ্য, গতকাল গুজরাটে পৌঁছে যাওয়ার পর মুহূর্তে অরবিন্দ কেজরিওয়ালকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান এবং অন্যান্য একাধিক পদ্ধতিতে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মীরা। এ ক্ষেত্রে তাঁকে কালো পতাকা পর্যন্ত দেখানো হয়, যা নিয়ে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। যদিও বিশেষজ্ঞদের মতে, এর মাঝে কেজরিওয়ালের তিনটি গুরুত্বপূর্ণ হিন্দুত্ব কার্ড খেলা রাজনীতিতে যথেষ্ট উল্লেখযোগ্য প্রভাব ফেলতে চলেছে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর