কুতুব মিনারের মসজিদে নিষিদ্ধ থাকবে নামাজ, দ্রুত শুনানির আবেদন খারিজ হাইকোর্টের

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি ভারতবর্ষে মন্দির এবং মসজিদ প্রসঙ্গ নিয়ে বিতর্ক ক্রমশ বেড়ে চলেছে। জ্ঞানবাপী মসজিদ থেকে শুরু করে দেশের একাধিক প্রান্তে বিভিন্ন ধর্মীয় স্থানগুলিকে মন্দির করে তোলার দাবি ঘিরে বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। এর মাঝেই সম্প্রতি কুতুব মিনার পরিসরে অবস্থিত মসজিদে নামাজ পড়া নিষিদ্ধ করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আর তাদের সেই আদেশকে চ্যালেঞ্জ করেই দিল্লি হাইকোর্টে একটি প্রাথমিক শুনানির আবেদন করা হয়। তবে বর্তমানে সেই আবেদন প্রত্যাখ্যান করল দিল্লি হাইকোর্ট।

আসলে কয়েকদিন পূর্বে কুতুব মিনার পরিসরে অবস্থিত একটি মসজিদে নামাজ পড়া নিষিদ্ধ করে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই)। তবে তাদের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি ওয়াকফ বোর্ডের আইনজীবী বলেন, “মসজিদে দীর্ঘসময় ধরে নামাজ পড়া হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও আচমকাই 15 ই মে এএসআই দ্বারা সেটিকে নিষিদ্ধ করে দেওয়া হয়।” তবে এএসআই-এর রায় চ্যালেঞ্জ করলেও বর্তমানে তাদের এই আবেদনের শুনানি করতে স্পষ্টভাবে অস্বীকার করে দিল্লি হাইকোর্ট। সূত্রের খবর, পরবর্তীতে নামাজ পড়তে দেওয়ার আবেদনটি অবকাশকালীন বেঞ্চে পৌঁছায়। তবে শেষপর্যন্ত আদালত দ্রুত শুনানি করতেও অস্বীকার করে দিয়েছে।

সম্প্রতি, কুতুব মিনারের হিন্দু এবং জৈন দেবদেবীর মূর্তি পুনরায় একবার প্রতিষ্ঠিত করার দাবি তোলে হিন্দু সংগঠন আর তার মাঝেই এএসআই দ্বারা সেই পরিসরে অবস্থিত মসজিদে নামাজ পড়া নিষিদ্ধ করা হয়। তাদের সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি ওয়াকফ বোর্ড জানায়, “এইভাবে আচমকা নামাজ বন্ধ করার সিদ্ধান্ত সঠিক নয়। কুতুব মিনারের এই মসজিদে বহুদিন পূর্বে থেকেই প্রার্থনা করা হয়ে থাকে। এটা একদম উচিৎ সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

jpg 20220606 131757 0000

পরবর্তীতে দিল্লি ওয়াকফ বোর্ডের প্রধান আমানতুল্লাহ খান আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রধানকে একটি চিঠি দিয়ে মসজিদের ভিতরে নামাজ পড়ার অনুমতি চেয়ে অনুরোধও করেন। তবে কোনোরকম জবাব না আসায় তারা হাইকোর্টের চ্যালেঞ্জও করে আর এদিন নামাজ পড়ার উদ্দেশ্যে তাদের সব রকম আশাতেই একপ্রকার জল ঢেলে দিল আদালত।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর