পেটের দায়ে ধুতে হত বাসন, ইদে ছাত্রকে সাইকেল উপহার দিলেন রাষ্ট্রপতি

বাংলাহান্ট ডেস্কঃ এক দুঃস্থ সাইকিলস্ট ছাত্রকে ইদের শুভদিনে সাইকেল উপহার রাষ্ট্রপতি। রাজধানী দিল্লিতে (delhi) নবম শ্রেণির ছাত্র (student) এক তরুণ সাইক্লিস্ট রিয়াজ তার ইদের উপহার হিসেবে রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের কাছ পেল রেসিং সাইকেল। রিয়াজের ছোটবেলা থেকেই বিশ্বমানের সাইক্লিস্ট হওয়ার স্বপ্ন, তার সেই স্বপ্ন পুরন করার জন্যই রাষ্ট্রপতির এই উদ্যোগ।

kovind 3

রিয়াজ দিল্লির আনন্দ বিহারে সর্বোদয় বাল বিদ্যালয়ের ছাত্র এবং সে বিহারের মধুবানী জেলার বাসিন্দা। রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রিয়াজের পরিবার মধুবনীর বাসিন্দা, আর রিয়াজ গাজিয়াবাদের মহারাজপুরে ভাড়া বাড়িতে থাকে। জানা যাচ্ছে তার বাবা একটি জায়গায় সামান্য রান্নার কাজ করেন, তাই তাকে পড়াশুনা, সাইকেল প্রশিক্ষণের পাশাপাশি একটি জায়গায় বাসন মাজার কাজও করতে হয় ।

2017 সালে রিয়াজ দিল্লি স্টেট সাইক্লিং চ্যাম্পিয়নশিপে একটি ব্রোঞ্জ পদক পেয়েছিল। এছাডাও গুয়াহাটির একটি স্কুল গেমসে অংশ গিয়ে সাইক্লিস্ট হিসেবে জাতীয় পর্যায়ে চতুর্থ স্থান অর্জন করেছিল।

রিয়াজ কোচ প্রমোদ শর্মার কাছে নিয়মিত দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে পেশাদার প্রশিক্ষণ নিচ্ছে । দুর্ভাগ্যক্রমে, এতদিন ধরে তার অনুশীলনের জন্য তাকে একটি ধার করা সাইকেলের উপর নির্ভরশীল থাকতে হয়েছে। ইদ উপলক্ষে অবশেষে তাঁর নিজের সাইকেলের ইচ্ছাপূরণ হল।

বিবৃতিতে বলা হয়েছে,’রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ দেশের উদীয়মান ভবিষ্যত্ প্রজন্মকে উৎসাহ দেওয়ার জন্যে সাইক্লিস্ট হওয়ার স্বপ্ন দেখা রিয়াজকে সাইকেল দেওয়ার সিদ্ধান্ত নেন’।

সম্পর্কিত খবর