রোহিত-ধাওয়ানকে আউট করে সকলকে চমক দিলেন দিল্লির তরুণ বোলার কেশব।

রবিবার দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে টি-টোয়েন্টি অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। তার আগে দিল্লির ক্রিকেট স্টেডিয়ামে চুটিয়ে নেট প্র্যাকটিস করলেন ভারতীয় ক্রিকেটাররা। ভারতীয় ব্যাটসম্যানদের নেট প্র্যাকটিস সিজিনে বোলিং করতে আসেন 19 বছর বয়সী তরুণ কেশব দাবাসে। আর নেটে বল করতে এসেই সকলের নজর কারলেন এই তরুণ বোলার। ভারতীয় ক্রিকেট দলের দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানকে নিজের বোলিং এর সাহায্যে একেবারে কুপোকাত করে দেন এই তরুণ পেসার।

ডানহাতি এই মিডিয়াম পেসারের মিডিয়াম পেস বলে পরাস্ত হয় রোহিত শর্মা। কেশবের করা একটি বল অফস্ট্যাম্পের কিছুটা বাইরে পরে সোজা এসে লাগে রোহিত শর্মার ব্যাটের কানায়, আর কানায় বল লাগার কারনে আউট হয়ে যান তিনি। এরপরই ধাওয়ানকে বল করার সময় কেশবের একটি ফুললেন্থ বল ধাওয়ানের ব্যাট এবং প্যাডের মাঝখান দিয়ে গিয়ে সোজা উইকেটে লাগে। ফলে ধাওয়ান বোল্ড হয়ে যায়।

IMG 20191102 WA0029

আর কেশবের এই বোলিং দেখে মুগ্ধ হয়ে যায় ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ রবি শাস্ত্রী এবং অধিনায়ক রোহিত শর্মা। এছাড়াও ভারতীয় ক্রিকেট দলের পেসার শার্দুল ঠাকুর বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন কেশবের সাথে। উল্লেখ্য, বছরের শুরুতে যখন অস্ট্রেলিয়া ক্রিকেট দল ভারতের একদিনের সিরিজ খেলতে এসেছিল সেই সময় নেটে অজি ব্যাটসম্যানদের বোলিং করেছিলেন কেশব।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর