নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি! ভয়ংকর দুর্ঘটনায় উত্তর সিকিমে মৃত ১৬ জওয়ান, শোকে স্তব্ধ গোটা দেশ

বাংলা হান্ট ডেস্ক : ভয়াবহ দুর্ঘটনার (Road Accident) সাক্ষী থাকল উত্তর সিকিম (Sikkim)। শুক্রবার জেমা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উলটে যায় একটি আর্মি ট্রাক। ঘটনায় এখনও পর্যন্ত ১৬ জন জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সূত্র মারফত জানা যাচ্ছে, চাত্তেন থেকে থাঙ্কু যাচ্ছিল জওয়ানদের তিনটি গাড়ির একটি কনভয়। আচমকাই জেমা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মাঝের একটি আর্মি ট্রাক। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকা পিছলে যায়। এবং সোজা খাদে গিয়ে পড়ে সেটি। উত্তর সিকিমের ওই অঞ্চলে উদ্ধারকাজ শুরু হয়েছে।

সূত্রের খবর, ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চারজন জওয়ান। গুরুতর আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এয়ারলিফ্ট করে তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বলে সেনা সূত্রে খবর। মৃতদের মধ্যে ছিলেন তিনজন জুনিয়র কমিশন অফিসার এবং ১৩ জন জওয়ান। এতজন জওয়ানের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে ভারতীয় সেনা। দুর্ঘটনা প্রসঙ্গে চুংথাং সাব ডিভিশনার পুলিশ অফিসার অরুণ থাটাল জানান, ২০ জন জওয়ানকে নিয়ে তিনটি গাড়ির একটি কনভয় সেনা ছাউনির দিকে যাচ্ছিল। জেমা ৩ অঞ্চলের কাছে আর্মি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাঁক নিতে নিয়ে গাড়িটি ছিটকে পড়ে খাদে।

ইতিমধ্যেই এই ঘটনায় ১৬ জন জওয়ানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলি গ্যাংটকের এসটিএএনএম হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পোস্টমর্টেম শেষে দেহগুলি ভারতীয় সেনার হাতে তুলে দেওয়া হবে। তাঁদের পরিবারকে খবর দেওয়া হচ্ছে। লাচেন থেকে আরও সেনা এবং উদ্ধারকারী দলকে পাঠানো হয়েছে।

এই ঘটনায় টুইট করে শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি টুইটে লিখেন, ‘উত্তর সিকিমে পথ দুর্ঘটনায় ভারতীয় সেনা জওয়ানের মৃত্যুর ঘটনায় গভীরভাবে শোকাহত। পরিষেবা ও অঙ্গীকারের জন্য দেশ তাঁদের প্রতি কৃতজ্ঞ গোটা দেশ। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত সুস্থতার কামনা করছি।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর