অর্থ সংকটে ভুগছে কলকাতা পুরসভা, সমস্যা মেটাতে শিল্পপতিদের আহ্বান অতীন ঘোষের

বাংলা হান্ট ডেস্কঃ একদিন আগেই পুরসভায় বিজ্ঞপ্তি দিয়ে সরাসরি বলে দেওয়া হয়েছিল যে, অবসরপ্রাপ্ত কর্মীদের আপাতত পেনশন দেওয়া হবে না। পুরসভার এই সিদ্ধান্তে এটুকু বোঝা গিয়েছিল যে, বর্তমানে লালবাড়ির ভাঁড়ারে টান পড়েছে। আর এর ইঙ্গিত খোদ ফিরহাদ হাকিমই দিয়েছিলেন দ্বিতীয়বার মেয়র পদে শপথ নেওয়ার দিন।

আর এবার আরও একবার সেই সমস্যায় প্রকাশ্যে এল। এবার ডেপুটি মেয়র অতীন ঘোষ রাখঢাক না করে শিল্পতিদের কাছে এই আর্থিক সমস্যা মেটানোর জন্য আবেদন করলেন। এদিন টাউনহলে নতুন কাউন্সিলরদের প্রশিক্ষণ শিবিরে অতীনবাবু বলেন, ‘দেশের সবথেকে ধনী মিউনিসিপ্যাল কর্পোরেশন হল মুম্বই। ওরা বছরে ৫৬ কোটি টাকা অনুদান কর্পোরেটদের থেকে পায়। এটা পাঁচ বছর আগের হিসাব দিলাম। কিন্তু আমরা কিছুই পাই না।”

অতীনবাবু বলেন, ‘এখানকার বড়বড় শিল্পপতিরা কোনও অনুদান দেন না। কিন্তু তাঁরা কলকাতা পুরনিগমের সমস্ত সুবিধাই ভোগ করেন। বর্তমানে স্বাস্থ্য পরিষেবা সহ বাকি পরিষেবা উন্নত করার জন্য শিল্পপতিদের এগিয়ে আসা উচিৎ। তাঁরা আয়কর আইন অনুযায়ী কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটিতে অনুদান দিতেই পারেন।”

উল্লেখ্য, আর্থিক সংকটের কথা এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও শোনা গিয়েছিল। একদিকে যখন দেশের সমস্ত রাজ্যের রাজ্য সরকার পেট্রোল-ডিজেলে নিজের মতো করে ছাড় দিচ্ছিল, তখনও মুখ্যমন্ত্রী আর্থিক সংকটের কথা তুলে ধরেছিলেন। পাশাপাশি রাজ্যের অনেক প্রকল্পই টাকার অভাবে হয় বন্ধ হয়ে পড়ে রয়েছে, নাহলে খুবই ধীর গতিতে চলেছে। আর এই আর্থিক সংকট মেটাতে শিল্পপতিদের আহ্বান জানালেন ডেপুটি মেয়র।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর