‘পাগলি তোমাকে আর সেটে দেখতে পাব না’, লাইভে এসে ‘মাম্পি’ রুক্মাকে জড়িয়ে ধরলেন ‘রাজা’ রাহুল

বাংলাহান্ট ডেস্ক: আশঙ্কাই সত‍্যি হল। হঠাৎ করেই শেষ হয়ে যাচ্ছে ‘দেশের মাটি’। স্টার জলসার এই সিরিয়াল তেমন টিআরপি দিতে না পারলেও চরিত্রগুলি অত‍্যন্ত জনপ্রিয় হয়েছিল। বিশেষ করে রাজা মাম্পির জুটি নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সিরিয়াল শেষের গুঞ্জন শুনেই চ‍্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে ক্ষোভ উগরে দিয়েছিলেন ‘রাম্পি’ অনুরাগীরা। গুঞ্জন বাস্তবের সিলমোহর পেতেই সোশ‍্যাল মিডিয়ায় লাইভে এলেন রাজা মাম্পি ওরফে রাহুল বন্দ‍্যোপাধ‍্যায় (rahul banerjee) ও রুক্মা রায় (rooqma roy)।

আচমকা সিরিয়াল শেষের খবরে কিছুটা ক্ষুব্ধ, অনেকটা মন খারাপ রাহুলের। রুক্মাকে সঙ্গে নিয়ে প্রায়ই লাইভে চলে আসেন তিনি। এবারে লাইভে তাঁর কণ্ঠেও লুকিয়ে থাকা বিষাদের ছোঁয়া নজর এড়াল না। রুক্মাকে জড়িয়ে ধরে বলেই ফেললেন, “পাগলি, সেটে এসে আর তোমায় দেখতে পাব না। ভাবলেই তো মন খারাপ হয়ে যাচ্ছে।”

jpg 3 7
দুজনকে একসঙ্গে মুখোমুখি পেয়ে ক্ষোভ, হতাশা উগরে দিয়েছে অনুরাগীরা। এত তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে কেন দেশের মাটি? এবার আমাদের কী হবে? প্রশ্ন অনেক। সাধ‍্যমতো অনুরাগীদের বোঝাতে চেষ্টা করেছেন রাহুল রুক্মা। তাঁদের বক্তব‍্য, এখনো শেষ হচ্ছে না কেন, এটা শোনার থেকে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেন এটা শোনা যেকোনো সিরিয়ালের পক্ষেই অনেক বেশি সম্মানের।

https://www.instagram.com/tv/CVUuI-5qlTc/?utm_medium=copy_link

বাস্তবিকই বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে স্টার জলসার এই সিরিয়াল। এখনো ২৫০ পর্বও পেরোতে পারেনি এই সিরিয়াল। তার মধ‍্যেই আচমকা চ‍্যানেল এবং প্রযোজনা সংস্থা যৌথ ভাবে সিরিয়াল শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। কেন? পর্দার রাজা, মাম্পির বাবা, নোয়া কারোর কাছেই তার উত্তর নেই। ক্ষোভ, কষ্ট সব নিয়েই উপর মহলের সিদ্ধান্ত মেনে নিয়েছেন তাঁরা।

https://www.instagram.com/p/CVS3f6OsF3f/?utm_medium=copy_link

সিরিয়াল মূলত নোয়া কিয়ানকে নায়ক নায়িকা হিসেবে রেখে শুরু হলেও তাদের ছাপিয়ে যায় রাজা মাম্পি জুটি। অপরদিকে নোয়া ওরফে শ্রুতি দাসকে ক্রমাগত সমালোচনা, ট্রোলের শিকার হতে হয়েছে। বাস্তব জীবনে এবং পর্দায় দু জায়গাতেই। উপরন্তু দিনকে দিন কমেছে সিরিয়ালের টিআরপি। যৌথ কারণের জন‍্যই কি সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত? উত্তর মেলেনি। শুধু জানা গিয়েছে, আগামী ৩১ অক্টোবর দেশের মাটির শেষ সম্প্রচার।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর