মস্ত বড় তালা! বহু খোঁজার পরেও মিললো না চাবি, অগত্যা ঘরেই ঢুকতে পারলেন না শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ ৬ নম্বর মুরলীধর সেন লেনে বঙ্গ-বিজেপির সদর কার্যালয় (BJP State Office)। সেখানেই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ঘর। তবে সোমবার ঘরের সামনে অনেক ক্ষন দাঁড়িয়েও ভেতরে ঢুকতে পারলেন না! হঠাৎ হল টা কী? দেখা যায় নন্দীগ্রামের বিধায়কের ঘরের দরজায় ঝোলানো মস্ত বড় তালা। তবে বহু খোঁজাখুঁজির পরও সেই চাবির হদিশ শেষ পর্যন্ত মিলল না।

কোথায় গেল সেই চাবি? অফিসের প্রতিটি আলমারিতে খোঁজা হল। সব জায়গায় চিরুনি তল্লাশি। তবে কিছুতেই কিছু হল না। অগত্যা সোমবার বিকেলে দলের রাজ্য দপ্তরে হাজির হয়েও নিজের ঘরে ঢুকতে পারলেন না বিরোধী দলনেতা। দলের সাধারণ পদাধিকারীদের ঘরেই বসলেন তিনি। সোমবার রাতের পাওয়া খবর অনুযায়ী তখনও খোঁজ মেলেনি সেই চাবির।

জানা গিয়েছে, সোমবার বিকেলে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মুরলীধর সেন লেনে সাংবাদিক বৈঠক করতে যান শুভেন্দু। বিকেল ৪টেয় সাংবাদিক বৈঠক থাকলেও নির্দিষ্ট সময়ের ১৫-২০ মিনিট আগেই সেখানে পৌঁছে যান বিরোধী দলনেতা। সেখানে পৌঁছেই হেঁটে সটান উঠে যান দোতলায়। নিজের ঘরে বিশ্রাম নিতে গিয়ে তিনি দেখেন দরজায় ঝুলছে তালা।

suvendu 5

এরপরেই শুরু হয় চাবি খোঁজাখুঁজির পর্ব। তবে তার সন্ধান পাওয়া যায়নি। খোদ বিরোধী দলনেতা নিজের ঘরের সামনে থেকেই ফিরে গিয়ে পদাধিকারীদের ঘরে বসেন। তারপর সাংবাদিক বৈঠক সেরে ঘন্টা খানেক পর সেখান থেকে বেরিয়ে যান। তবে গতকালের ঘটনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

এই বিষয়ে রাজ্য বিজেপি নেতাদের একাংশের কথায়, পার্টি অফিস বদলের পক্রিয়া চলছে তাই জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। সেকারণেই চাবি পাওয়া যাচ্ছে না। তবে সেখানে এতজনের ঘর থাকতে শুধুমাত্র শুভেন্দু অধিকারীরই ঘরের চাবি কেন উধাও সেই নিয়ে প্রশ্ন তুলতে দেরী করেননি শুভেন্দু ঘনিষ্ঠ নেতারা।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর