চেন্নাই ম্যাচ হারলেও ফের ব্যক্তিগত রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এবং ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দ্রাবাদ। এই ম্যাচে চেন্নাই সুপার কিংসকে সাত রানে হারিয়ে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। শেষ পর্যন্ত ক্রিজে টিকে থেকেও চেন্নাইকে ম্যাচ জেতাতে পারলেন না বিশ্বের বেস্ট ফিনিশার মহেন্দ্র সিং ধোনি।

তবে চেন্নাই ম্যাচ হারলেও এইদিন ফের ব্যক্তিগত রেকর্ড গড়লেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি। গতকালকের ম্যাচ নিয়ে আইপিএলের ইতিহাসে ধোনির 194 টি ম্যাচ খেলা হয়ে গেল। ধোনির ঠিক পরেই রয়েছেন চেন্নাই সুপার কিংসে ধোনির সতীর্থ সুরেশ রায়না। সুরেশ রায়না ধোনির থেকে এক ম্যাচ কম অর্থাৎ 193 টি আইপিএল ম্যাচ খেলেছেন। আর এবার আইপিএলে সুরেশ রায়না নেই অর্থাৎ ধোনিকে টপকে যাওয়ার কোন সম্ভাবনাই নেই রায়নার কাছে।

149782617e4bc0bbad90ae890047ff77a6ef100a8fa4a8b51f659d8c8d44897b8a173b1c9 1

ধোনির ঠিক পরেই রয়েছেন এবারের আইপিএলে খেলা মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। অর্থাৎ চেন্নাই সুপার কিংস যদি এবার আইপিএলে প্লে’অফসে উঠতে পারে তাহলে ধোনিকে আর কেউ টপকাতে পারবেনা। কিন্তু যদি কোনো কারণবশত চেন্নাই সুপার কিংস প্লে’অফসে না ওঠে এবং মুম্বাই ইন্ডিয়ান্স প্লে’অফসে উঠে যায় তাহলে মহেন্দ্র সিং ধোনিকে টপকে শীর্ষে স্থান পৌঁছে যাওয়ার সুযোগ থাকছে রোহিত শর্মার কাছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর