মুম্বাই সিটির বিরুদ্ধেও এগিয়ে গিয়ে জয় হাতছাড়া, ডুরান্ডে দ্বিতীয় ম্যাচে ড্র এটিকে মোহনবাগানের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ফের একই ঘটনার পুনরাবৃত্তি। ডুরান্ড কাপের নিজেদের দ্বিতীয় ম্যাচেও এগিয়ে গিয়ে জয় পেতে ব্যর্থ হলো এটিকে মোহনবাগান। শক্তিশালী মুম্বাই সিটি এফসি-র বিরুদ্ধে প্রথমার্ধে লিড নিয়েও শেষপর্যন্ত ১-১ ফলে ম্যাচ ড্র করলো জুয়ান ফের্নান্দোর ছেলেরা। আজ এটিকে মোহনবাগানের হয়ে গোল পেয়েছেন প্রতিভাবান তরুণ লিস্টন কোলাসো। তবে ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না।

এটিকে মোহনবাগান আজও পূর্ণ শক্তির দল নামিয়েছিল রাজস্থান ইউনাইটেড ম্যাচের মতোই। অপরদিকে সঞ্জীব স্ট্যালিন, মন্দার রাও দেশাইদের বেঞ্চে রেখে মাঠে নেমেছিল মুম্বাই সিটি এফসি। গত ম্যাচে নেভির বিরুদ্ধে জয় পাওয়ায় তারা অনেক ফুরফুরে মেজাজে মাঠে নেমেছিল। অপরদিকে ম্যাচে শুরু থেকেই মরিয়া চেষ্টা করছিল এটিকে বাগান। হুগো বুমো, আশিস রাইরা সুযোগ তৈরি করেছিলেন। অপরদিকে মুম্বাইয়ের একটি পেনাল্টির আবেদন করেন রেফারি রাহুল কুমার গুপ্তা। পরে এটিকে মোহনবাগানেরও একটি পেনাল্টির আবেদনেও নাকচ করেছিলেন তিনি।

atkmb vs mfc

লিস্টন কোলাসোর গোলের জন্য প্রশংসা প্রাপ্য আশিস রাইয়ের। ডানদিকে বরাবর একটি দুরন্ত স্প্রিন্ট নিয়ে মুম্বাইয়ের গোলমুখ লক্ষ্য করে একটি শক্তিশালী শট নেন তিনি। মুম্বাই সিটি এফসি গোলরক্ষক ফুরবা বলটি ধরতে গিয়ে সেটিকে লিস্টন কোলাসোর সামনে ফেলে দেন। গোল করতে এইবার ভুল করেননি তিনি। ম্যাচের ৪০ মিনিট নাগাদ তার গোলে এগিয়ে যায় এটিকে মোহনবাগান। সমতা ফেরানোর জন্য বাকি সময়টুকুতে ভালো কিছু আক্রমণ তুলে এনেছিল মুম্বাই। কিন্তু গোলরক্ষকের বিশালের গ্লাভস সেযাত্রা সবুজ মেরুণ শিবিরকে রক্ষা করেছিল।

এরপর দ্বিতীয়ার্ধে খেলায় কিছুটা তাগিদ বাড়ায় মুম্বাই। ফলস্বরূপ ম্যাচের শেষ কোয়ার্টারের শুরুতে সমতা ফেরাতে সক্ষম হয় তারা। পরিবর্ত হিসাবে নামা সঞ্জীব স্ট্যালিম ডান উইং থেকে সবুজ মেরুণ শিবিরের পেনাল্টি বক্সে বল ভাসিয়েছিলেন। বিনা বাধায় গোল করে যান জর্জে দিয়াস। এই ড্রয়ের ফলে পয়েন্টস টেবিলে চতুর্থ স্থানে রয়েছে এটিকে মোহনবাগান। এরপর সরাসরি কলকাতা ডার্বিতে মাঠে নামবে তারা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর