CSK-র সাথে হারের পর নো লস KKR-র! পয়েন্ট টেবিলে ওলটপালট সবকিছু

বাংলা হান্ট ডেস্ক : গোটা দেশ এখন IPL ২০২৪ এর জ্বরে কাবু। চলতি মরশুমে এখনও পর্যন্ত মোট ২২টি ম্যাচ খেলা হয়েছে। যার শেষ ম্যাচটি খেলেছে কেকেআর এবং সিএসকে। চিপকের মাঠে হার হাতে নিয়ে ঘরে ফিরেছে কলকাতা‌ (Kolkata Knight Riders)। অন্যদিকে নাইটদের হারিয়ে স্বস্তির নিঃশ্বাস চেন্নাই শিবিরে (Chennai Super Kings)।

তবে জেনে অবাক হবেন যে, এই হারের পরেও পয়েন্ট টেবিলে (Point Table) না কলকাতা কোনও ক্ষতির সম্মুখীন হয়েছে আর না চেন্নাই কোনও বাড়তি সুবিধা পেয়েছে! কেন এমনটা হল? সেটা বোঝার জন্য একনজর দিতে হবে IPL ২০২৪ এর পয়েন্ট টেবিলের উপর।

এমনিতে পয়েন্ট টেবিলে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্সের অবস্থানে কোনো পরিবর্তন নেই। তবে এই ম্যাচের প্রভাব দেখা গেল নেট রান রেটে। টেবিলের দিকে নজর দিলে দেখতে পাবেন ৪ ম্যাচে প্রথম পরাজয়ের পর ৬ পয়েন্ট এবং ১.৫২৮ নেট রান রেট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে KKR। অন্যদিকে ৫ ম্যাচে ৩ জয়ের সাথে ৬ পয়েন্ট নিয়ে CSK-র রানরেট ০.৬৬৬।

আরও পড়ুন : রক্তাক্ত পাকিস্তান! ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল মসজিদ চত্বর, হতাহতের সংখ্যা বহু

অন্যদিকে মরশুমের সমস্ত ম্যাচে জয়লাভ করে তালিকার উপর দিকে রয়েছে রাজস্থান রয়্যালস। ৪টি ম্যাচের সবকটিতেই জয়লাভ করেছে দলটি। ৪ পয়েন্ট এবং ১.১২০ রান রেট নিয়ে তালিকার প্রথম স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। এই তিনটি দল ছাড়াও দূর্দান্ত ইনিংস শুরু করেছে লখনউ সুপার জায়ান্ট। ৪ ম্যাচের ৩টিতে জয়ের সাথে ০.৭৭৫ রান রেটের সাথে তালিকার তৃতীয় স্থানে রয়েছে দলটি।

আরও পড়ুন : CSK-র কাছে পর্যদুস্ত কলকাতা! এই পাঁচ কারণে থামল KKR-র বিজয়রথ

পয়েন্ট টেবিলে যাদের অবস্থা খারাপ : মুম্বাই ইন্ডিয়ানস, দিল্লি ক্যাপিটালস এবং আরসিবির সময়টা মোটেও ভালো যাচ্ছেনা। এই তিনটি দলই এখনও পর্যন্ত একটি করে ম্যাচ জিতেছে। মুম্বাই ইন্ডিয়ান্স ৪টি ম্যাচ খেলে ৮ম অবস্থানে রয়েছে। RCB ৫ ম্যাচে ১ জয় নিয়ে ৯ম অবস্থানে এবং ৫টি ম্যাচের ৪টিতে হেরে দিল্লি সবার নীচে রয়েছে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর