পোস্ট অফিসে ৯৫ টাকা করে জমালেই পাবেন এককালীন ১৪ লক্ষ টাকা, রইল বিস্তারিত তথ্য

বাংলা হান্ট ডেস্কঃ প্রত্যেক মানুষই চান তার ভবিষ্যতের কথা ভেবে কিছু টাকা সঞ্চয় করে রাখতে। যাতে সময়ে অসময়ে বা হঠাৎ বিপদে পড়লে তা থেকে উদ্ধার পেতে পারেন। সঞ্চয়ের জন্য একাধিক স্কিম রয়েছে গোটা ভারত জুড়ে। কিন্তু কোনটা সঠিক স্কিম এবং কোন ক্ষেত্রে আপনি সব থেকে ভালো মানিব্যাক পেতে পারেন তার ওপর নির্ভর করেই সঞ্চয়ের পদ্ধতি ঠিক করা উচিত। গ্রামের দিকে অনেক ক্ষেত্রেই সেভাবে কোন ভাল সঞ্চয়ের সুযোগ নেই, অনেকক্ষেত্রেই পৌঁছায়নি ব্যাংক পরিষেবা। যার জেরে কোথায় সঞ্চয় করবেন তা নিয়ে দেখা দেয় সমস্যা।

fc2ba post office divisional office museum road bangalore post office services 43jmahy

বিশেষত গ্রামের মানুষদের এই সমস্যার জন্যই কেন্দ্র সরকারের একটি দুর্দান্ত যোজনা রয়েছে। যার সবচেয়ে বড় সুবিধা হল যেকোনো গ্রামীণ পোস্ট অফিসের মাধ্যমেই আপনি এই স্কিমে নিজের নাম নথিভুক্ত করতে পারেন। কেন্দ্র সরকারের যোজনাটির নাম ‘গ্রাম সুমঙ্গল গ্রামীণ ডাক জীবন বীমা’। মূলত গ্রাম্য এলাকায় বসবাসকারী মানুষের জন্যই এই বীমাটির ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। এই বীমায় প্রতিদিন মাত্র ৯৫ টাকা করে জমালেই ১৫ বছর পর একটি মোটা অংকের টাকা পেয়ে যাবেন আপনি। সবচেয়ে বড় বিষয়টি হলো এই পলিসিতে রয়েছে মানিব্যাকের সুবিধাও।

প্রথমেই আপনাকে জানাই, ১৯ থেকে ৪৫ বছর বয়সী যে কোন ভারতীয় এই পলিসির সুবিধা লাভ করতে পারেন। এই প্রকল্পে ১৫ থেকে ২০ বছর টাকা জমানোর সুযোগ রয়েছে। শুধু তাই নয় ৬,৯ এবং ১২ তম বছরে ২০% করে মোট ৬০% টাকা মানিব্যাক হিসেবেও পেয়ে যাবেন আপনি। বাকি টাকা আপনি পাবেন পলিসির মেয়াদ ফুরোলে।

এক্ষেত্রে জানিয়ে রাখি, আপনি যদি কুড়ি বছরের জন্য মাসিক ২৮৫০ টাকা করে জমান, তাহলে পলিসির মেয়াদ শেষে আপনি পেতে পারেন ১৪ লক্ষ টাকারও বেশি। শুধু তাই নয় এক্ষেত্রে ত্রৈমাসিক, ষান্মাসিক এবং বার্ষিক প্রিমিয়াম দেওয়ারও সুযোগ রয়েছে। এই প্রকল্পে আপনার বার্ষিক প্রিমিয়ামের পরিমাণ দাঁড়াবে ৩৭৭৩৫ টাকা। যা ধরতে গেলে প্রতিদিন ৯৫ টাকার সমান। কিন্তু এই টাকা সঞ্চয় করলেই আপনি পলিসির মেয়াদ শেষে পেয়ে যেতে পারেন ১৪ লক্ষ টাকা। এছাড়া মানিব্যাক গ্যারান্টি তো রয়েছেই।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর