পরীক্ষা হবে বছরে দু’বার, একাদশ-দ্বাদশে থাকবে দুটি ভাষা! আসতে চলেছে নতুন নিয়ম

বাংলাহান্ট ডেস্ক : কেন্দ্রীয় সরকার (Central Government) এবার বেশ কিছু বদল আনতে চলেছে কেন্দ্রীয় বোর্ডের শিক্ষা ব্যবস্থায়। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়েছে, এবার থেকে বছরের দুবার পরীক্ষা নেওয়া হবে আইএসসি (Indian School Certificate), সিবিএসই (Central Board of Secondary Education)-তে। এছাড়াও একাদশ-দ্বাদশ শ্রেণীতে আসতে চলেছে বেশ কিছু পরিবর্তন।

জানা যাচ্ছে, নয়া পাঠ্যক্রম তৈরি হচ্ছে ২০২০ সালের জাতীয় শিক্ষানীতি অনুসরণ করে। নতুন নির্দেশিকায় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক জানিয়েছে, এবার থেকে বছরে দুবার করে পরীক্ষা দিতে হবে আইএসসি, সিবিএসই-এর পরীক্ষার্থীদের। পরীক্ষার্থীরা দুটি পরীক্ষার মধ্যে যে পরীক্ষায় বেশি নম্বর পাবেন সেই পরীক্ষার নম্বর অনুযায়ী তৈরি হবে শংসাপত্র।

আরোও পড়ুন : জন্মদিনের পার্টিতে নাগিন ডান্সের সময় আচমকাই এসে গেল সাপ! হাতে নিয়ে নাচতে গিয়ে যা হল … ভাইরাল ভিডিও

এছাড়াও নতুন নির্দেশিকায় শিক্ষা মন্ত্রক জানিয়েছে, এবার থেকে পরীক্ষার্থীদের একটি ভারতীয় ভাষা সহ মোট দুটি ভাষা পড়তেই হবে। জানানো হয়েছে এই সংক্রান্ত নির্দেশিকা কার্যকর হবে ২০২৪ সাল থেকেই। নতুন পাঠ্যপুস্তকও চালু হবে আগামী বছর থেকে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সূত্রের খবর, এনসিএফের খসড়়া সুপারিশে বলা হয়েছিল বছরে যদি দুবার পরীক্ষা নেওয়া হয় তাহলে পড়ুয়াদের প্রস্তুতি ভালো হবে।

board exam result students news jagranjosh new final 54

একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমের সমীক্ষা হয় ২০২২ সালে। সেই সমীক্ষার ফল অনুযায়ী খসড়ায় পরিবর্তন আনে এনসিএফ। খসড়়ায় পরিবর্তন আনার মূল উদ্দেশ্যই ছিল পড়ুয়াদের মধ্যে মুখস্থ নির্ভরতা কমিয়ে, পরীক্ষার সাহায্যে উপলব্ধি ও দক্ষতা অর্জন বৃদ্ধি করা। সেই লক্ষ্যেই বিষয় বেছে নেওয়ার স্বাধীনতা দেওয়া হয়েছে বিজ্ঞান ও কলা বিভাগের পড়ুয়াদের।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর