ঝুঁকিহীন বিনিয়োগে লাখপতি, টাকা ডবল করার দুর্দান্ত সুযোগ দিচ্ছে পোস্ট অফিসের এই স্কিম

বাংলা হাট ডেস্কঃ টাকা আয় করার সাথে সাথে সঠিকভাবে বিনিয়োগ এবং সঞ্চয় করা অত্যন্ত জরুরি। একথা প্রায় সকলেই জানেন কিন্তু কোথায় সঠিকভাবে বিনিয়োগ করা যাবে সেটাই বড় সমস্যা হয়ে দাঁড়ায় অনেকের কাছে। বিশেষত আপনার ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে কতখানি ঝুঁকি থাকবে তাও একটি অত্যন্ত বড় ব্যাপার। এমতাবস্থায় আজ পোস্ট অফিসের এমন একটি স্কিমের কথা আপনাকে বলব যা সম্পূর্ণ ঝুঁকিহীন এবং মেয়াদ পূর্ণ হবার সাথে সাথে জমা করা টাকার দ্বিগুণ টাকা ফেরত পাবেন আপনি।

পোস্ট অফিসের এই স্কিমটির নাম কিষান বিকাশ পত্র (KVP)। কিষান বিকাশ পত্রে আপনি যদি বিনিয়োগ শুরু করেন সে ক্ষেত্রে ১২৪ মাস শেষ হবার সাথে সাথেই আপনার বিনিয়োগের দ্বিগুণ টাকা ফেরত পাবেন আপনি। FY 2021 এর প্রথম ত্রৈমাসিকে KVP-এর জন্য সুদের হার ৬.৯ শতাংশ নির্ধারণ করা হয়েছে। জানিয়ে রাখি এক্ষেত্রে বিনিয়োগকারীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর।

তবে নাবালকদের ক্ষেত্রে যদি অভিভাবক এই স্কিমের দায়িত্ব নেন, তাহলে সেক্ষেত্রে কিষান বিকাশ পত্র অন্তর্ভুক্ত হতে পারবে তারাও। এছাড়া এই স্কিমটি হিন্দু অবিভক্ত পরিবার অর্থাৎ HUF বা NRI ছাড়া ট্রাস্টের জন্যও প্রযোজ্য। জানিয়ে রাখি এক্ষেত্রে যৌথ অ্যাকাউন্টের সুবিধাও রয়েছে। আপনি যদি এই স্কিমে বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে আপনাকে ১০০০, ৫০০০, ১০০০০ অথবা ৫০০০০ টাকার সার্টিফিকেট কিনতে হবে।

images 2021 07 21T183300.048

তবে মনে রাখবেন এই স্কিমটি আয়কর আইন ৮০C এর অধীনে আসে না। অর্থাৎ টাকা রিটার্ন পাওয়ার সময় আপনি কর ছাড় পাবেন না। তবে এই স্কিমে টিডিএস কাটা হয় না। একইসঙ্গে জানিয়ে রাখি চাইলে আপনি এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসেও অ্যাকাউন্ট স্থানান্তর করতে পারবেন। সে ক্ষেত্রে স্কিমটি চালু হবার আড়াই বছর পর এই সুবিধা পাওয়া যাবে।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর