‘এক ছিল গাছ, এক ছিল চারাগাছ’, এবার প্রকাশ‍্যে সাংসদ দেবের কবি প্রতিভা!

বাংলাহান্ট ডেস্ক: টলিপাড়ার দুষ্টু মিষ্টি জুটি দেব (Dev) ও রুক্মিনী মৈত্র (Rukmini Moitra)। অনস্ক্রিনের পাশাপাশি অফস্ক্রিনেও তাঁদের প্রেম জমে ক্ষীর। কবে দুজনে বিয়ের পিঁড়িতে বসবেন সেটাই এখন প্রশ্ন অনুরাগীদের। আপাতত দুজনে ‘কিশমিশ’ এর সাফল‍্য উপভোগ করতে ব‍্যস্ত। মুক্তির পরেই ব‍্যবসায় ভাল গতি ধরে ফেলেছে কিশমিশ।

যদিও এবার অন‍্য এক কারণে ভাইরাল হয়েছেন দেব রুক্মিনী। গত কয়েকদিন ধরেই নেটপাড়ায় আলোচনার অন‍্যতম বিষয় কবিতা। মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের বাংলা সাহিত‍্য আকাদেমি পুরস্কার পাওয়া নিয়ে চাপান উতোর চলছে বিভিন্ন মহলে। কটাক্ষ, পালটা কটাক্ষের পালা চলছে শাসক ও বিরোধী দলের মধ‍্যে। এর মধ‍্যেই প্রকাশ‍্যে সাংসদ অভিনেতা দেবের কবি প্রতিভা!

vcbccb
হ‍্যাঁ অভিনয়, প্রযোজনা, রাজনীতির পাশাপাশি কবিতা লেখেন দেব ও। সাংসদ অভিনেতার এই সুপ্ত প্রতিভা সুপ্তই থেকে যেত যদিনা প্রেমিকা অভিনেত্রী রুক্মিনী মৈত্র সেটা প্রকাশ‍্যে আনতেন। তিনিই দেবের কবিতা টুইট করে সবার সামনে আনেন এই প্রতিভা।

অভিনেত্রী জানান, কবিতা খুব ভালবাসেন তিনি। দেবের সঙ্গে সেই ব‍্যাপারেই আলোচনা করছিলেন। তখনি দেব জানান, তিনিও হৃদয়ের দিক থেকে একজন কবি। আর তার ঠিক পাঁচ মিনিট পরেই একটি কবিতা লিখে পাঠান তিনি। রুক্মিনী লেখেন, ‘আমার কিছুই বলার নেই। আমি শুধু গোটা বিশ্বকে জানাতে চাই নিজের বন্ধুবান্ধবদের কোন পরিস্থিতিতে ফেলে ও।’

তা ঠিক কী লেখেন দেব? ইংরেজিতে লেখা চার লাইনের একটি কবিতা, যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, ‘এক ছিল গাছ, এক ছিল চারাগাছ। গাছ জিজ্ঞাসা করল, ‘তুমি কেমন আছো?’ চারা উত্তর দিল, ‘আমি ভাল আছি, তুমি কেমন আছো?’ কবিতা শেষ।’

কবিতা পড়ে বুঝতেই পারছেন, আসলে প্রেমিকার সঙ্গে মজা করেছেন দেব। রুক্মিনীর টুইটের উত্তরও দেন তিনি। অভিনেতা লেখেন, ‘আরে আমার ইংলিশ ম‍্যাডাম আগেই তো বলেছি, যে তুমি আমাকে পছন্দ করতে পারো বা ভালবাসতে পারো। আর এখন আমার কবিতাকেও।’ জানিয়ে রাখি, দেবের এই কবি প্রতিভা প্রকাশ পেয়েছিল বছর দুই আগে। তবে এখন নতুন করে ভাইরাল হয়েছে অভিনেতার এই মজার কবিতা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর