গাজনের মেলায় গিয়ে অজ্ঞান, মৃত ভেবে শ্মশানে দাহ করতে নিয়ে যাওয়া হয়েছিল ছোট্ট দেবকে

বাংলাহান্ট ডেস্ক: দেব (dev), টলিউড নায়কদের মধ‍্যে জনপ্রিয়তার নিরিখে প্রথম সারিতে স্থান তাঁর। কেরিয়ার শুরুর দিন থেকে এখনো পর্যন্ত অভিনয় দক্ষতায় যেভাবে শান দিয়েছেন তিনি তা সত‍্যিই প্রশংসার যোগ‍্য। রাজনৈতিক সৌজন‍্যতার জন‍্যও মানুষের মন জয় করেছেন সাংসদ দেব। দুদিকই সমান দক্ষতায় সামলাচ্ছেন তিনি।

আদতে ঘাটালের ছেলে হলেও ছোটবেলায় মুম্বইতে বাবা মায়ের সঙ্গে থাকতেন দেব। তবে মাঝে মাঝেই কলকাতায় আসতেন। সে সময়কারই এক ভয়াবহ অভিজ্ঞতার কথা একবার শেয়ার করেছিলেন দেব। ছোটবেলায় মৃত ভেবে তাঁকে শ্মশানে দাহ করতে নিয়ে গিয়েছিল গ্রামবাসীরা।

dev 1 1
বেশ কয়েক বছর আগে ‘চ‍্যাম্প’ ছবির প্রচারে একটি টক শো তে এসেছিলেন দেব এবং রুক্মিনী। সেখানেই এই ঘটনার কথা জানিয়েছিলেন অভিনেতা। ছোটবেলায় গাজনের মেলা দেখতে মুম্বই থেকে মামার বাড়িতে এসেছিলেন দেব। মেলায় ঘুরতে ঘুরতে কেউ সম্ভবত কিছু খাইয়ে দিয়েছিল তাঁকে। সেখানেই অজ্ঞান হয়ে যান তিনি।

এ দিকে নাতিকে খুঁজে সারা হচ্ছেন দিদা। একেই দেব তখন ছোট, উপরন্তু গাজনের মেলার ভিড়। মুম্বইবাসী মেয়ে জামাইয়ের একমাত্র সন্তান দেব। খুঁজে না পেলে কী বলবেন তাঁদের! দিদা প্রতিজ্ঞা করেছিলেন, নাতিকে খুঁজে পেলে বড় হওয়ার পর তাঁকে দিয়ে গাজনের সন্ন‍্যাস করাবেন।

bbkbdjfh
ঈশ্বর তারকার দিদার আবেদন শুনেছিলেন। সারা রাত খুঁজে শ্মশানে দেবকে খুঁজে পেয়েছিলেন তাঁর দিদা মামারা। মৃত ভেবে তাঁকে শ্মশানে ফেলে রাখা যান গ্রামবাসীরা। গোটা একটা দিন পর জ্ঞান ফিরেছিল তাঁর। দেবের মুখে এই ঘটনা শুনে হতবাক হয়ে গিয়েছিলেন দেব রুক্মিণীরা। অভিনেতা জানান, তাঁর কী হয়েছিল সেটা তিনি নিজেও জানেন না। তবে বড়রা সন্দেহ করেছিলেন সম্ভবত কেউ কিছু খাইয়ে দিয়েছিল তাঁকে।

https://www.instagram.com/tv/CSza8fphyCk/?utm_medium=copy_link

এ ঘটনার পরেই নাতিকে মেয়ের কাছে মুম্বই পাঠিয়ে দেন তাঁর দিদা। এ ঘটনার অনেক পরে ফের গ্রামে ফিরেছিলেন দেব। তখন তিনি মাধ‍্যমিক পরীক্ষা দিয়েছেন। দিদার করা সেই মানসিক রাখতে আবারো গ্রামে ফিরেছিলেন অভিনেতা। শোতে দেব জানিয়েছিলেন এক সপ্তাহের জন‍্য গাজনের সন্ন‍্যাসী হয়েছিলেন তিনি। নিয়ম মেনে মন্দিরে থাকা থেকে শুরু করে, কাঁটা আগুন সবই করেছেন। অভিজ্ঞতা বটে!

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর