বিধ্বংসী আগুন নিউ ব্যারাকপুরের গেঞ্জি কারখানায়, যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভাচ্ছে দমকলের ১৪টি ইঞ্জিন

বাংলাহান্ট ডেস্কঃ বুধবার মাঝরাতেই বিধ্বংসী আগুন লেগে যায় নিউ ব্যারাকপুরের (new barrackpore) তালবান্দার একটি গেঞ্জির কারখানায়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৪টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। গোটা আকাশ ছেয়ে গিয়েছে কালো ধোঁয়ায়।

সকাল থেকেই ঘূর্ণিঝড় ইয়াসের আতঙ্কে ছিল কলকাতাবাসী। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে নিজের গতিপথ বদল করে ওড়িশায় গিয়ে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ইয়াস। তবে ইয়াসের হালকা প্রভাবের জেরে মঙ্গলবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে বাংলার বিস্তীর্ণ এলাকায়। তবে এরই মধ্যে নিউ ব্যারাকপুরের ভয়াবহ অগ্নিকান্ডের জেরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।

iufhf

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত ২ টো বেজে ৪৫ মিনিট নাগাদ আগুন লাগে নিউ ব্যারাকপুরের তালবান্দার একটি গেঞ্জির কারখানায়। ইয়াসের প্রভাবে ঝোড়ো বাতাস থাকার জন্য, আগুন দ্রুতই ছড়িয়ে পড়ে। দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। শুধু গেঞ্জির কারখানাই নয়, পাশের একটি ওষুধের বিল্ডিংয়েও আগুন লেগে যায়। সেইসঙ্গে ফাটতে থাকে গ্যাস সিলিন্ডারও।

ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ১৪টি ইঞ্জিন। কারখানার ভেতরে কয়েকজনের আটকে পড়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। তবে যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ। হাওয়ার বেগ বেশি থাকায়, আগুন নেভাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে দমকলের কর্মীদের।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর