উত্তম কুমারের নাতবৌ হিসাবে প্রথম পুজো, লাল পাড় শাড়ি-গয়নায় লক্ষ্মীটি হয়ে পুজো সারলেন দেবলীনা

বাংলাহান্ট ডেস্ক: এক সময়ে যেখানে বসে মহানায়ক উত্তম কুমার পুজো করতেন সেখানেই বসে এবার লক্ষ্মীপুজো করলেন অভিনেত্রী দেবলীনা কুমার (devlina kumar)। গত বছরের শেষেই গৌরব চট্টোপাধ‍্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন দেবলীনা। বিয়ের পর উত্তম কুমারের নাতবৌ হিসাবে এটাই তাঁর প্রথম লক্ষ্মীপুজো।

আর বিয়ের পর প্রথম বারের লক্ষ্মীপুজো বেশ নিষ্ঠাভরেই পালন করলেন দেবলীনা। চট্টোপাধ‍্যায় বাড়ির কোজাগরী লক্ষ্মী পুজোর নামডাক কারোর অজানা নয়। স্বয়ং মহানায়ক উত্তম কুমার শুরু করেছিলেন এই পুজো। দাদুর সেই ঐতিহ‍্য বজায় রেখে এখন পুজো করেন নাতি গৌরব। প্রত‍্যেক বছর উত্তম কুমারের আসনে বসেই পুজো করেন তিনি। এ বছর স্ত্রী হিসাবে দেবলীনার কাঁধেও পড়েছিল গুরু দায়িত্ব।

IMG 20211021 021206
প্রথা মেনে লাল পাড় সাদা শাড়ি, সোনার গয়না, সিঁথি ভর্তি সিঁদুরে সেজে উঠেছিলেন দেবলীনা। রীতি অনুযায়ী বাড়ির বৌ দের সঙ্গে পুজোর ঘট স্থাপন করেছেন। গৌরবের পাশে বসে নিষ্ঠাভরে সমস্ত দায়িত্ব পালন করেছেন। এদিনের কিছু ছবি সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করে দেবলীনা লিখেছেন, ‘উত্তম কুমারের নাতবৌ হিসেবে প্রথম লক্ষ্মীপুজো’।

Screenshot 2021 10 21 01 47 46 309 com.instagram.android

https://www.instagram.com/p/CVPpdMYlmAT/?utm_medium=copy_link

তবে শুধু এক বাড়িরই দায়িত্ব না। লক্ষ্মী পুজোয় আরো এক পরিবারের কাছে থাকতে হয় দেবলীনাকে। তাঁর নাচের স্কুলেও ঘটা করে পুজো হয়। গত ১০ বছর ধরে চলে আসছে এই পুজো। প্রত‍্যেক বছর থিম অনুযায়ী প্রতিমাকে সাজি তোলা, পুজোর জোগাড়যন্তর সমস্তটাই নিজে হাতে করেন দেবলীনা। এবারে পুজোর ভোগের থালায় ছিল পোলাও, লুচি, সাত রকমের ভাজা, ছোলার ডাল, আলুর দম, ছানার ডালনা, নাড়ু, চাটনি, পায়েস এবং মিষ্টি। গত বছরের নিজের বাড়ির পুজো সেরে সময় করে গৌরবের বাড়ির পুজোতেও পৌঁছে গিয়েছিলেন দেবলীনা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর