বড় ঝটকা ধোনির দলে, মুস্তাফিজের পর ছিটকে গেলেন কোনওয়েও! বদলে বুড়ো পেসারকে নিল CSK

বাংলা হান্ট ডেস্ক : চোটের কারণে শুরু থেকে মাঠে নামতে পারেননি। আর এবার IPL থেকে ছিটকে গেলেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) ব্যাটসম্যান ডেভন কনওয়ে। চোটের কারণেই বাদ পড়েছেন তিনি। তারপর থেকেই জল্পনা শুরু হয় যে, কোন তারকাকে দেখা যাবে কনওয়ের বদলে? শোনা যাচ্ছে, ইতিমধ্যেই ডেভন কনওয়ের বিকল্প তারকার সন্ধান পেয়ে গেছে ধোনির (MS Dhoni) দল।

উল্লেখ্য যে, গত দুই আইপিএল-এ চেন্নাইয়ের হয়ে ব্যাট ধরেছেন ডেভন কনওয়ে। মোট ২৩টি ম্যাচে ৯২৪ রান করেছেন তিনি। যার মধ্যে রয়েছে ৯টি অর্ধশতক। সেঞ্চুরি না করলেও অপরাজিত থেকে ৯২ রানের সর্বোচ্চ রেকর্ড রয়েছে তার নামে। এহেন তারকার আইপিএল থেকে ছিটকে যাওয়া যে, চেন্নাইয়ের জন্য বড় ধাক্কা সেকথা বলাই বাহুল্য।

সূত্রের খবর, গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে নেমে বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান কনওয়ার। অস্ত্রপচারের পর ধারণা করা হয়, তিনি খেলতে পারবেন। তবে আইপিএল-র শুরুর থেকেই তাকে মাঠে পায়নি চেন্নাই। এরপর চেন্নাই আশাবাদী ছিল যে, হয়ত মরশুমের দ্বিতীয়ার্ধে পাওয়া যেতে পারে তাকে। আর সেই আশাতেও জল ঢালল চিকিৎসকরা। তিনি কোনোভাবেই ম্যাচ খেলার পরিস্থিতিতে নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন : পশ্চিমবঙ্গ পেরিয়ে বাংলাদেশ, সবুজ সাথীর সাইকেল বিক্রি হচ্ছে পড়শি দেশে! ভিডিও ঘিরে বিতর্ক

devon conway 1 1 784x441

এমতাবস্থায় চেন্নাইয়ের উইকেটকিপারের জায়গাটা বেশ দুর্বল হয়ে পড়ল। কোনও কারণে ধোনি মাঠের বাইরে থাকলে একমাত্র হাতের পাঁচ থাকলেন আরাবল্লী অবনীশ। ওদিকে শোনা যাচ্ছে, কনওয়ে বাদ হওয়ার পর চেন্নাইতে নয়া সংযোজন ইংল্যান্ডের জোরে বোলার গ্লিসন। যদিও তাকে নেওয়া হচ্ছে বাংলাদেশের বোলাররা মুস্তাফিজুরের বিকল্প হিসেবে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর