মমতার উত্তরবঙ্গ সফরের আগেই তালা ঝুলল চা বাগানে, কর্মহীন হয়ে দিশেহারা ১২০০ শ্রমিক

বাংলা হান্ট ডেস্ক : গতবছর ডিসেম্বরেই উত্তরবঙ্গ সফরে গেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এবার নির্বাচনের পূর্বমুহূর্তে ফের একবার মমতার নজরে উত্তরবঙ্গ (North Bengal)। আগেরবার ব্যক্তিগত কাজে গেলেও এবার যাচ্ছেন জেলা সফরে। প্রশাসনিক বৈঠকের পাশাপাশি দলীয় কিছু কর্মসূচিও থাকছে তার। এসবের মাঝেই খবর মিলল, বন্ধ হয়ে গেছে চা বাগান (Tea Estate)। যার জেরে কর্মহীন প্রায় ১ হাজার ২০০ শ্রমিক (Jobless 1200)।

গত ডিসেম্বরে উত্তরবঙ্গ সফরে গিয়ে চা বাগানের শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। একাধিক সুযোগ সুবিধার কথা বলেছিলেন তিনি। আর তার মাঝেই কর্মহারা প্রায় ১হাজার ২০০ শ্রমিক। সূত্রের খবর, গত মঙ্গলবার কাজে যোগ দিতে এসে শ্রমিকদের নজরে আসে কারখানার গেটে তালা। আর তাও আবার সম্পূর্ণ বিনা নোটিশে।

আরও পড়ুন : বন্দে ভারতের পর শতাব্দী, হাওড়া NJP-গামী ট্রেন লক্ষ্য করে ছোঁড়া হল পাথর! প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা

চারিদিকে খোঁজাখুঁজি করার পর তারা বুঝতে পারেন, গোটা কারখানা বন্ধ। ম্যানেজারও উপস্থিত ছিলেননা সেখানে। চারিদিক ঘুরে বুঝতে পারেন, সত্যি সত্যিই বন্ধ হয়ে গেছে চা বাগান। রাতের অন্ধকারে তল্পিতল্পা গুটিয়ে পগারপার বাগান কর্তৃপক্ষ। ঘটনা বুঝতে পেরে রীতিমত দিশেহারা হয়ে পড়েন শ্রমিকরা। আগামি দিনে কী হবে, বকেয়া টাকা কীভাবে পাবেন তার কোনোকিছুই বুঝতে পারছেননা তারা।

আরও পড়ুন : রামমন্দিরে ভক্তদের সুনামি! ভাঙল ব্যারিকেড, উদ্বোধনের পরদিনই বন্ধ হল রামলালার দর্শন

1683419811 file7q33trek9muxzmfl8x4

এইদিন ঘটনাপ্রসঙ্গে এক ভুক্তভোগী শ্রমিক বলেন, ‘আমরা ৪৫ দিন কাজ করেছি। তার টাকা দেয়নি। আজ এসে দেখি সব অফিস বন্ধ। কোথাও কেও নেই। আমরা প্রথমে বুঝতে পারিনি। বেলা বাড়ার পর সবটা পরিষ্কার হয়ে গেল। আসলে ওরা পালিয়ে গিয়েছে। চা বাগান বন্ধ করে চলে গিয়েছে।’ উল্লেখ্য, এর আগে ডিসেম্বরের সফরে গিয়ে মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, যে ছয়টি কারখানা বন্ধ হয়ে গেছে সেগুলি রাজ্য সরকার নিয়ে নেবে। একই সাথে বন্ধ হওয়া চা বাগানের শ্রমিকদের দেড় হাজার টাকা দেওয়া হবে। এসবের মাঝেই সামনে এল বাগান বন্ধ হওয়ার খবর।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর