প্রথম ম্যাচেই ইতিহাস গড়লেন ধাওয়ান, ওপেনার হিসেবে ছুঁয়ে ফেললেন সেহবাগকে

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার থেকে শুরু হয়েছে ভারত এবং ইংল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ (India vs England odi series)। মঙ্গলবার পুনেতে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং ইংল্যান্ড। এই ম্যাচে টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান। দীর্ঘদিন পর রোহিত শর্মার সঙ্গে ইনিংসের শুরু করতে ক্রিজে নামেন শিখর ধাওয়ান।

এদিন প্রথমে ব্যাটিং করে দুর্দান্ত শুরু করে ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। ওপেনিংয়েই ভারতের হয়ে 68 রানের পার্টনারশিপ গড়েন শিখর ধাওয়ান এবং রোহিত শর্মা। তারপর ব্যক্তিগত 28 রান করে প্যাবিলিয়নে ফিরে যান রোহিত শর্মা। তবে রোহিত আউট হলেও এই দিনে মেজাজে ব্যাটিং করেন শিখর ধাওয়ান এবং নিজের হাফ সেঞ্চুরি পূর্ণ করেন। তবে দুর্ভাগ্যের বিষয় আরও একটি ওয়ানডে শতরান থেকে বঞ্চিত হতে হল ধাওয়ানকে। বেন স্টোকসের বলে 98 রানে আউট হয়ে প্যাবিলিয়নে ফিরে যেতে হয় ধাওয়ানকে।

630500 shikhar dhawan virender sehwag

আর এই দিন দুর্দান্ত হাফ সেঞ্চুরি করে শিখর ধাওয়ান ছুঁয়ে ফেললেন প্রাক্তন ভারত ওপেনার বীরেন্দ্র সেওয়াগকে। ওপেনার হিসেবে ওয়ানডে ক্রিকেটে এতদিন পর্যন্ত বীরেন্দ্র সেওয়াগের হাফ সেঞ্চুরি সংখ্যা ছিল 48 টি, গতকাল ক্যারিয়ারের 48 তম হাফ সেঞ্চুরি করে বীরেন্দ্র সেওয়াগকে ছুয়ে ফেললেন ধাওয়ান। বর্তমানে দুজনেরই হাফ সেঞ্চুরি সংখ্যা 48 টি। অর্থাৎ আর একটি হাফ সেঞ্চুরি করতে পারলেই সেওয়াগকে টপকে যাবেন ধাওয়ান।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর