চেন্নাইকে বাঁচাতে ডাইভ মারলেও ২০১৯ বিশ্বকাপে ভারতকে বাঁচাতে এমনটা করেননি, দাবি নেটিজেনদের

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল আইপিএল এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এবং সঞ্জু স্যামসনের রাজস্থান রয়েলস। এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভার শেষে 188 রান তোলে চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাট করতে নেমে 143 রানেই শেষ হয়ে যায় রাজস্থানের ইনিংস। 45 রানে ম্যাচ জিতে নেয় চেন্নাই সুপার কিংস।

তবে এই ম্যাচে দীর্ঘদিন পর এক অন্য ধোনিকে দেখা গেল। ব্যাট হাতে ব্যর্থ হলেও ফিটনেস এর দিক থেকে ধোনি সকলকে বুঝিয়ে দিলেন তিনি এখনো পর্যন্ত যেকোন তরুণ ক্রিকেটারকে হার মানাতে পারেন। এই দিন ব্যাট হাতে 17 বলে মাত্র 18 রানের ইনিংস খেলে আউট হয় ধোনি। তবে এই ম্যাচে রান আউট হওয়া থেকে বাঁচার জন্য দুর্দান্ত ড্রাইভ মারেন ধোনি। দীর্ঘদিন পর অর্থাৎ এই বয়সে এসেও ধোনিকে ড্রাইভ মারতে দেখে অবাক হয়েছেন তার সমর্থকরা।

একদিকে যেমন ড্রাইভ মেরে সকলের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন ধোনি তেমনই অপরদিকে ধোনিকে নিয়ে করা হয়েছে তুমুল সমালোচনা। 2019 ওয়ার্ল্ড কাপের সেমি ফাইনালে যখন পুরো দল ধোনির ওপর নির্ভর সেই সময় রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ধোনি এবং বিশ্বকাপ থেকে ছিটকে যায় ভারত। রান আউট থেকে বাঁচার জন্য সেই মুহূর্তে ড্রাইভ পর্যন্ত মারেন নি ধোনি অথচ চেন্নাই সুপার কিংসকে জেতানোর জন্য এই বয়সে এসেও ড্রাইভ মারছেন ধোনি। আর এতে সমালোচনা করেছেন ক্রিকেটপ্রেমীরা। তাদের কথায় ধোনি যদি সেই দিন ড্রাইভ মারতেন তাহলে হয়তো আজ ভারত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হত।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর