“খারাপ সময়ে ধোনি ছাড়া কাউকে পাশে পাইনি”, স্বীকার করলেন বিরাট কোহলি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: কাল এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয়বার মাঠে নেমে হারের মুখ দেখতে হয়েছে রোহিত শর্মার ভারতীয় দলকে। মূলত বোলারদের ব্যর্থতার কারণেই ভারতীয় দল কাল হার মানতে বাধ্য হয়েছে। রবি বিশ্নই বাদে প্রত্যেক ভারতীয় বোলার বল হাতে অত্যন্ত সাদামাটা পারফরম্যান্স করেছেন। এইসব খারাপ খবরের মধ্যেও ভারতের জন্য ইতিবাচক দিক ছিল একটি মাত্র। সেটা হলো যে বিরাট কোহলি জেনে কিছুদিন আগেও চূড়ান্ত খারাপ ফর্ম এর মধ্যে দিয়ে যাচ্ছিলেন তিনি এশিয়া কাপে পরপর তিনটি ম্যাচেই ব্যাট হাতে নিজের সেরা ফর্মের ঝলক দেখিয়েছেন।

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে বিরাট কোহলি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। কালকের হারে ভারতীয় দলে তিনি ছিলেন সর্বোচ্চ স্কোরার। ৪৪ বল খেলে ৪ টি চার এবং একটি ছক্কা সহযোগে তিনি ৬০ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন। যারা ভেবেছিলেন বিরাট কোহলির ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে তাদের যেন কাল কড়া বার্তা দিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। এমনকি ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসেও তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।

kohli interview

বিরাট কোহলি গত কয়েক মাসে নিজের খারাপ সময়ে কাটিয়ে এখন ফর্মে ফেরা নিয়ে উচ্ছ্বসিত এবং এখন আবার ক্রিকেট উপভোগ করছেন বলে জানিয়েছেন। সুদিন আগেই একটি সাক্ষাৎকারে বিরাট কোহলি জানিয়েছিলেন কিভাবে ফর্মে না থাকার কারণে তিনি বিশ্রামে গিয়েছিলেন এবং দীর্ঘ একমাস ব্যাট হাতে নেননি। মানসিকভাবে তিনি সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন। ছয় মাসের ব্যবধানে তিনি আইপিএল সহ ভারতের হয়ে তিনটি ফরম্যাটের অধিনায়কত্ব হারিয়েছিলেন, ব্যাট হাতেও সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছিলেন প্রতিটি ফরম্যাটে।

বিরাট কোহলি জানিয়েছেন, “আমার ফর্মে না থাকাটা আমার নিজের জন্য এবং ভারতীয় দলের জন্যও একটা খারাপ খবর ছিল তবে এই কঠিন সময়ে যখন আমি টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলাম তখন আমার পাশে ছিলেন শুধুমাত্র মহেন্দ্র সিংহ ধোনি। যারা বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে বেড়াচ্ছিলেন তারা যদি সত্যিই আমার ভালো চাইতেন তাহলে আমাকে একটা ফোন করে আমার সঙ্গে কথা বলতে পারতেন। তাদের অনেকের কাছেই আমার নাম্বার ছিল। কিন্তু ধোনি ভাই ছাড়া আর কারোর মধ্যে সেই ইচ্ছাও দেখিনি আমি।”

তিনি আরো বলেছেন, “ধোনি ভাইয়ের সঙ্গে আমার সম্পর্কটা একদম সত্যিকারের ভালো সম্পর্ক। আমরা দুজনেই দুজনের কাছে নিরাপদ বোধ করি। আমার ধোনি ভাইয়ের কাছ থেকে কিছু পাওয়ার নেই, উনি। নিজেও আমার কাছ থেকে কিছু আশা করে না। তা সত্ত্বেও আমরা খুব ভালো সম্পর্ক বজায় রেখে চলেছি। অনেকেই দেখেছি টিভিতে বা সংবাদপত্রের কাছে নানান রকম বয়ান দিচ্ছে আমার বিষয়ে। কিন্তু যতক্ষণ না তারা আমাকে সেই কথাগুলো বলবে ততক্ষণ আমার ভালো হবে কি করে তা আমার অন্তত বোধগম্য হয় না। আমি নিজে সততার সঙ্গে জীবন কাটাই এবং সবার কাছ থেকে সেইরকম আশা করি।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর