আগামী দু মাস ভারতীয় সেনার হয়ে প্রশিক্ষণ নেবেন এম এস ধোনি।

বাংলা হান্ট ডেস্ক : পূর্বে ২০১১ সালে ধোনিকে প্যারাশুট রেজিমেন্টের লেফটেনেন্টে কর্নেল পদে সম্মানিত করে ভারতীয় সেনা।এবার সালটা ২০১৯, বিশ্বকাপ পরবর্তী সময়। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন ধোনি। অবসর নিয়ে নানান মহলে চলা জল্পনা উরিয়ে দিয়ে তিনি জানিয়েছিলেন, আগামী দু’মাস তিনি ক্রিকেট খেলবেন না।অর্থাৎ ক্রিকেট থেকে দু মাসের বিরতি নিচ্ছেন তিনি। এই দু মাস ধোনি টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্ট-এ বিশেষ ট্রেনিংয়ে ব্যস্ত থাকবেন।এবার সেই অভিপ্রায় সফল হলো তার।ভারতীয় সেনার হয়ে কাজ করার অনুমতি পেয়ে গেলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ধোনিকে প্যারা রেজিমেন্টে ট্রেনিং নেওয়ার জন্য অনুমতি দিলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণ নেবেন ক্রিকেট জগতের কিংবদন্তি প্রাক্তন ভারত অধিনায়ক। সেনা অভিযানে অংশগ্রহণ না করলেও এই দুই মাস সেনাদের মতো করেই জীবন কাটাবেন এমএস ধোনি।

সম্পর্কিত খবর