বিধানসভার অধিবেশনে যোগ দিতে এসে হঠাৎ শ্বাসকষ্ট! প্রয়াত ধূপগুড়ির BJP বিধায়ক

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভার অধিবেশনে যোগ দিতে কলকাতায় এসেই দুর্ঘটনা! হার্টের সমস্যা জনিত কারণে প্রয়াত হলেন জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় (BJP MLA Bishnupada Roy)। জানা গিয়েছে মঙ্গলবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় তাঁর।

বিধানসভার অধিবেশনে যোগ দিতে রবিবার কলকাতায় এসেছিলেন বিষ্ণুপদবাবু। তবে সেদিনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিঁনি। শ্বাসকষ্ট জনিত সমস্যা শুরু হলে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জানা গিয়েছিল তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীলই ছিল। তবে মঙ্গলবার সকালেই খবর আসে প্রয়াত হয়েছেন তিঁনি।

হাসপাতাল সূত্রে খবর, ফুসফুস ও পাঁজরে বাতাস জমে ছিল বিধায়কের। রবিবার অস্ত্রোপচারও করা হয়। অপারেশন করে বাতাস বের করে দেওয়া হয়েছে। তারপর স্থিতিশীলই ছিলেন তিঁনি। আচমকাই খবর আসে আজ সকালে মৃত্যু হয়েছে তাঁর।

এদিন সকালে বিধায়কের মৃত্যুর খবর টুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইট করে তিঁনি লেখেন, “আমার সহকর্মী এবং ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের অকাল প্রয়াণে আমরা মর্মাহত। হার্টের সমস্যা নিয়ে গতকাল পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে। বাংলার বিজেপির তরফে আমি তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মা অনন্ত শান্তিলাভ করুক। “

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর