প্রকাশিত হলো জার্সি, স্বপ্নের ক্লাবকে ISL খেলানোর প্রতিশ্রুতি দিলেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আসন্ন মরশুমে লিগের লড়াই আরও রোমাঞ্চকর হতে চলেছে। কারণ সম্ভবত দুই প্রধানের প্রত্যাবর্তনের সাথে সাথে লিগে যোগ দেবে মুখ্যমন্ত্রীর দল। যদিও এই কথাটা নিন্দুকেরা ব্যাঙ্গাত্মক ভাবেই বলছে। আসল ঘটনা হল ২০২১-২২ মরশুমে কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে অংশ নেবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায়ের মালিকানাধীন ক্লাব। ১৪ই এপ্রিল দুপুরে অভিষেকের ক্লাবের একটি টিজার এসেছিল প্রকাশ্যে। ভিডিও-তে দেখা যাচ্ছে তৃণমূলের যুবরাজ স্বয়ং ফুটবলে শট নিচ্ছেন।

‘ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব’, এই নামেই মাঠে খেলতে নামবে অভিষেকের ক্লাব। গতকাল টিজার মুক্তির পর আজ নববর্ষের দিন রিলিজ হলো ক্লাবের জার্সি এবং লোগো। ক্লাবের বারপূজায় উপস্থিত ছিলেন অভিষেক ব্যানার্জি স্বয়ং। তিনি বলেন, “আজ যেমন আমাদের নববর্ষ, তেমনই ক্রিশ্চানদের গুড ফ্রাইডে, সেই সঙ্গে রমজান মাসে রোজাও চলছে। এই পবিত্র দিনে সমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আমাদের স্বপ্নের ক্লাব যাত্রা শুরু করল।”

২০১৯ সালে ফুটবল ক্লাব তৈরির ঘোষণা করেছিলেন। ২০১৭ থেকে এমপি কাপের আয়োজন শুরু করেছেন। অতিমারীর মধ্যে ইপিএল, লা লিগা থমকে থাকতে বাধ্য হলেও থেমে থাকেনি এমপিকাপ। শুধু বাংলাতেই নয়, বাংলার বাইরেও এমএলএ কাপ, এমপি কাপ হচ্ছে। ফলে তৃণমূল সাংসদ দাবি করেছেন যে ডায়মন্ড হারবার আজ যা ভাবে, ভারতের বাকি অংশ কাল তাই ভাববে। পরিকাঠামোগত যে বিষয়গুলি আইএফএ পূরণ করতে বলেছিল তার ব্যবস্থাও হয়েছে।ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবও আত্মপ্রকাশের বছরেই ফার্স্ট ডিভিশন খেলবে।

ভবিষ্যতের দিকে তাকিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য স্থির করে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে শুধু সিএফএল নয়, আই লিগ, আইএসএলেও যাতে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব খেলতে পারে তার সবররম প্রচেষ্টা তাদের তরফ থেকে করা হবে। জার্সি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত মোহনবাগানের সহ সভাপতি কুণাল ঘোষকে উদ্দেশ করে অভিষেক বলেন, মোহনবাগানের সঙ্গেও একদিন খেলা হবে! ৪-৫ বছরের মধ্যে তার এই ক্লাবকে নতুন উচ্চতায় উঠানোর ভাবনা রয়েছে। প্রতিভাদের মেলে ধরার প্ল্যাটফর্ম দিয়ে তাদের প্রতি সুবিচার করাই তাদের প্রাথমিক লক্ষ্য।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর