তদন্ত চলাকালীন রিয়াকে ৪৪ বার ফোন আদিত্য ঠাকরের! সুশান্ত কাণ্ডে নয়া মোড়

বাংলাহান্ট ডেস্ক: তিনি ইহজগৎ থেকে বিদায় নিয়েছেন দু বছর হয়ে গিয়েছে। কিন্তু বলিউডের পাশাপাশি রাজনৈতিক মহলেও এখনো তাঁর উপস্থিতির আভাস রয়েছে পুরোদমে। তিনি সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। ২০২০ সালের জুন মাসে প্রয়াত হন অভিনেতা। তাঁর মৃত্যুর তদন্ত করতে নামে তিন তিনটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু প্রায় আড়াই বছর কেটে গেলেও এখনো সুশান্ত মৃত্যু রহস্য যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গিয়েছে।

সুশান্ত মৃত্যু কাণ্ডের আঁচ লেগেছিল রাজনৈতিকার।মহলেও। মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ছেলে আদিত্য ঠাকরের (Aditya Thackeray) নাম উঠে এসেছিল ওই ঘটনায়। তাঁর নাম না করে নিশানা করেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। এবার ফের উঠেছে আদিত্য ঠাকরের নাম। জানা গিয়েছে, সুশান্ত মৃত্যু নিয়ে তদন্ত চলাকালীন তিনি নাকি অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে ফোন করেছিলেন। তাও আবার একবার নয়, ৪৪ বার!

rhea sushant
AU নামে সেভ করা একটি নম্বর থেকে এসেছিল ফোন। সম্প্রতি লোকসভায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের শিবসেনা দলের তরফে অভিযোগ করা হয়, ওই AU আসলে আদিত্য উদ্ধব। পালটা মুখ খোলেন ‘বেবি পেঙ্গুইন’। তিনি পালটা অভিযোগ করেন, সরকারের গাফিলতিগুলোর দিক থেকে নজর ঘোরাতেই এইসব প্রসঙ্গ তোলা হচ্ছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের সমাধান করে সিবিআই। ২০২০ সালের ৮ জুন মৃত্যু হয় দিশার। জানা গিয়েছিল, মুম্বই এর মালাডের একটি বহুতলের ১৪ তলার ফ্ল্যাটের ব্যালকনি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। দিশার মৃত্যুতে পুলিসের কাছে কোনো অভিযোগ দায়ের না হলেও সুশান্ত মামলার সূত্রেই ওই বিষয়েও তদন্ত করেছিল পুলিস। অভিযোগ উঠেছিল, খুন করা হয়েছে দিশাকে।

কিন্তু দু বছর পর এই মামলায় সমাধান বের করে সিবিআই, যেখানে খুনের কোনো উল্লেখই নেই। সিবিআইয়ের দাবি, দিশার মৃত্যু নেহাতই একটা দুর্ঘটনা। জন্মদিনের আগে নিজের ফ্ল্যাটে পার্টি দিয়েছিলেন তিনি। ৮ জুন পার্টি চলছিল তাঁর ফ্ল্যাটে। মদ্যপ অবস্থায় ছিলেন দিশা। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে ১৪ তলা থেকে পড়ে যান তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর