জনতার সমস্যা হবে সমাধান, তৃণমূল শুরু করছে ‘দিদিকে বলো ২’, এই দিন থেকে হবে সূচনা

বাংলায় শাসকদল তৃনমূল (All India Trinamool Congress) যে তাদের একাধিক প্রকল্পের জন্য সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে, তা বলা বাহুল্য। কন্যাশ্রী থেকে দুয়ার রেশনের মতো একাধিক প্রকল্পের ওপর ভর করে দিন দিন মানুষের মনে এক নির্ভরযোগ্য স্থান দখল করে নিয়েছে তৃণমূল কংগ্রেস দল। কিন্তু এ সকলকেই ছাপিয়ে গেছে ‘দিদিকে বলো’ প্রকল্প।”বাংলার মানুষের একাধিক অভিযোগ থেকে শুরু করে তাদের দাবি-দাওয়া, সুযোগ-সুবিধা প্রসঙ্গে কোন বক্তব্য থাকলে তা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) কাছে জানাতে পারবে তারা”, এটি ছিলো ‘দিদিকে বলো’ প্রকল্পের প্রধান বিষয়।

স্বভাবতই এই প্রকল্প বিধানসভা ভোটের আগে শাসকদলের মাস্টার স্ট্রোক ছিল বলেই মত বিশেষজ্ঞদের। আর এবার বাংলায় একাধিক রাজনৈতিক বিতর্ক মাঝে পুনরায় শুরু হতে চলেছে এই প্রকল্প। সূত্রের খবর, এবারের নাম রাখা হয়েছে ‘দিদিকে বলো ২ (Didi Ke Bolo 2)’; যেখানে পুনরায় মানুষ নিজেদের অভিযোগের কথা পৌঁছে দিতে পারবে মুখ্যমন্ত্রীর কাছে।শনিবার তৃণমূলের দলীয় কার্যালয় শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে এই কর্মসূচির ব্যাপারে স্থির করা হয় বলে জানা যাচ্ছে।

পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম থেকে অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্য-এর মত নেতৃত্ব এই বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্রের খবর, 5 ই মে শুরু হতে চলেছে এই প্রক্রিয়া। দিদিকে বলো-র পরবর্তী সংস্করণের যদিও একটা ধারণা পাওয়া গিয়েছিল গত মাসে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে, যখন তিনি বলেছিলেন, “আগামী দুই মাস আমরা দেখে নেব। তারপর যদি কারো বিরুদ্ধে কোন রকম খুন কিংবা দুর্নীতির অভিযোগ থাকে, তাহলে আমরা তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেব। যেমনটা হয়েছিল দিদিকে বলো-তে। নতুন নামটা আমরা পরবর্তীকালে ঠিক করে সকলকে জানাব।”

উত্তরবঙ্গ সফরে সাধারণ জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনি যদি এবার থেকে কোনো রকম অন্যায় কিংবা অবিচার দেখেন, তাহলে নাম গোপন রেখে আমাদের কাছে অভিযোগ জানাতে পারেন। আমরা কোন রকম রং না দেখে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেব।” আর এইবার সেই জল্পনাকে সত্যি করে আসতে চলেছে ‘দিদিকে বলো 2’ কর্মসূচি।

প্রসঙ্গত, গত কাল ভবানীপুরের বৈঠকে তৃণমূলের নতুন কার্যালয় উদ্বোধন সম্পর্কে আলোচনা করা হয়। সূত্রের খবর, আগামী মে মাসের 3 তারিখ অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন এই কার্যালয়ের উদ্বোধন করা হবে। নতুন কার্যালয়ের পুজোর দায়িত্ব দেওয়া হতে পারে তৃণমূল নেতা শোভন দেব চট্টোপাধ্যায়কে এবং গৃহ প্রবেশের দিন সকল কাজকর্ম দেখাশোনা করবেন ফিরহাদ হাকিম। আর এর পরেই শুরু হবে বহু প্রতীক্ষিত ‘দিদিকে বলো’-র দ্বিতীয় সংস্করণ।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর