টিসি, টিটিই দুজনা রেলের টিকিট পরীক্ষক হলেও পার্থক্য রয়েছে অনেক! জানেন কী?

   

বাংলাহান্ট ডেস্ক : ভারতীয় রেলে (Indian Railways) দুই ধরনের টিকিট পরীক্ষক (Ticket Examiner) লক্ষ্য করা যায়। টিসি এবং টিটিই। টিসি অর্থাৎ টিকিট চেকার (Ticket Checker)। অন্যটি টিটিই অর্থাৎ ট্রাভেলিং টিকিট এগজ়ামিনার (Travelling Ticket Examiner)। এই দুজনের কাজ এক হলেও এদের ক্ষেত্র আলাদা। আমরা সাধারণ যাত্রীরা এই দুজনকেই এক ভাবি। এই সম্বন্ধে আমাদের জ্ঞান না থাকার কারণে আমরা অনেক সময় টিসি এবং টিটিইদের মধ্যে গুলিয়ে ফেলি।

এবার আপনার মনে প্রশ্ন আসতেই পারে দুজনেই যদি টিকিট পরীক্ষক হয় তাহলে এদের মধ্যে পার্থক্যটা কোথায়? আপনাদের এবার সবিস্তারে বলি কাদের বলা হয় টিসি আর কারাই বা টিটিই। এই দুই কাজের ক্ষেত্রটি সম্পূর্ণ আলাদা। তবে দুজনেরই কাজই টিকিট পরীক্ষা করা। স্টেশন এবং প্লাটফর্মের টিকিট যারা পরীক্ষা করেন তাদেরকে বলা হয় টিসি বা টিকিট কালেক্টর। স্টেশনে ঢোকার মুখে কিংবা প্ল্যাটফর্মে যাত্রীদের টিকিট পরীক্ষা করতে দেখা যায় এদের।

এবার তাহলে প্রশ্ন উঠতে পারে যে টিটিই কারা? টিটিই এর সম্পূর্ন অর্থ হল ট্রাভেলিং টিকিট এগজ়ামিনার বা ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক। এরা ট্রেনের সফর করা যাত্রীদের টিকিট পরীক্ষা করে থাকেন। টিকিট পরীক্ষা করার পাশাপাশি এদের কাজ হল যাত্রীদের পরিচয় পত্র যাচাই করা, যাত্রীদের কোনও রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কিনা সে বিষয়ে লক্ষ্য রাখা।

Tc and tte

দূরপাল্লার ট্রেনে রাত্রিবেলা অনেক সময় এই টিটিইরা যাত্রীদের জাগিয়ে টিকেট পরীক্ষা করে থাকেন। কিন্তু রেলের আইন অনুযায়ী, টিটিই রাত দশটার পর কোনো যাত্রীর টিকিট বা পরিচয় পত্র যাচাই করতে পারে না। সকাল ছয়টা থেকে রাত দশটার মধ্যে এই কাজ করতে হয় তাদের। কিন্তু কোনো যাত্রী যদি রাত দশটার পর ট্রেনে ওঠেন তাহলে তার টিকিট বা পরিচয় পত্র অনুসন্ধান করতে পারেন টিটিই।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর