বিজয় মিছিল থেকে পুলিশকে ছোঁড়া হল ইট, গ্রেফতার ১০ বিজেপি কর্মী

বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর-গঙ্গারামপুরে বিজেপির বিজয়মিছিল ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। পুলিশকে লক্ষ্য করে ছোঁড়া হল ইঁট পাল্টা লাঠিচার্জ করলো পুলিশও।

আজ দিলীপ ঘোষের সভা করার কথা ছিল বুনিয়াদপুর-গঙ্গারামপুরে। সেই কারণেই আজ সকালে দিলীপ ঘোষ এসে পৌঁছান বুনিয়াদপুর। তিনি সভাস্থলের দিকে রওনা দিতেই, পুলিস দলীয় পার্টি অফিস থেকে বাধা দেয় তাকে। বিজেপি রাজ্য সভাপতি পুলিশি বাধা তোয়াক্কা না করে হেঁটেই ঢুকে যান সভাস্থলে।

মিছিল আসার কথা ছিল গঙ্গারামপুর চৌমাথা পর্যন্ত। ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর ব্যারিকেড তৈরি করে দিলীপ ঘোষকে আটকানোর চেষ্টা করে পুলিস। তখনই ইটবৃষ্টি শুরু হয় পুলিসকে লক্ষ্য করে। পুলিসও লাঠিচার্জ করে ব্যাপক ভাবে। বিজেপির দাপটে পালিয়ে যায় পুলিশ বাহিনী। দিলীপ ঘোষের নেতৃত্বে মিছিল ঢোকে গঙ্গারামপুর শহরে।

d154d dilip ghosh অভিযোগ, কর্মীরা একাধিক পুলিসের গাড়িতে ভাঙচুর চালান। ৩ পুলিসকর্মী আহত হয়েছেন ইঁট বৃষ্টিতে। এখনও পর্যন্ত ১০ বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়।

সম্পর্কিত খবর