‘হিন্দুরা কী বাঙালি নয়, ঢাকার মন্দিরে হামলায় নীরব কেন মমতা!” তোপ দিলীপের

বাংলা হান্ট ডেস্কঃ দিলীপ ঘোষ বরাবরই তার বেলাগাম কথাবার্তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতিতে পরিচিত। একাধিক ইস্যুতে তিনি বারংবার মমতা ব্যানার্জির সরকারকে বিভিন্নভাবে কড়া ভাষায় আক্রমণ করেন। এবং সম্প্রতি তিনি আরও একটি মন্তব্য করে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন।

সম্প্রতি, বাংলাদেশের ঢাকা শহরের ইসকন মন্দিরে বেশ কিছুসংখ্যক ইসলামী চরমপন্থীরা হামলা চালায়। জানা গিয়েছে, স্থানীয় এক ইসলামী চরমপন্থীর নির্দেশে বহুসংখ্যক ভিড় মিলে ইসকন মন্দিরে ভাঙচুর চালায় এবং সেই মুহূর্তে তাদেরকে বাধা দিতে গেলে তিন জন আহত হয় বলেও সূত্রের খবর। ঘটনাটি ঘটেছে দোলের আগের রাতে।

এই ঘটনাটি সংবাদমাধ্যমের সামনে তুলে ধরে তিনি বলেন যে, এখানকার পরিস্থিতিতে সর্বদা মমতা ব্যানার্জি বাঙালি বাঙালি করে চেঁচিয়ে থাকেন, এমনকি ভিন রাজ্যে কোন বাঙালি মারা গেলেও তাতে তিনি তার বিরোধীতা জানান। এক্ষেত্রে দিলীপ ঘোষ পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, বাংলাদেশে যখন একাধিক হিন্দুদের উপর অত্যাচার চলছে এবং তাদের মধ্যে অসংখ্য মানুষ প্রাণ হারাচ্ছেন তখন সেই মুহূর্তে মমতা ব্যানার্জি কেন চুপ করে রয়েছেন। এসব তথ্য তুলে ধরে হিন্দু এবং বাঙালি নিয়ে একযোগে মুখ্যমন্ত্রী খোঁচা দিয়েছেন দিলীপবাবু।

দিলীপবাবু বলেন, “অনেক লোক পশ্চিমবঙ্গে বাঙালি বাঙালি করে চেঁচায়। কাশ্মীরে বাঙালি মুসলমানও মারা গেলে তারা চেঁচায়। কিন্তু বাংলাদেশে বাঙালি যে মারা যাচ্ছে তার জন্য কেন তিনি কিছু বলছেন না? এই ধান্দাবাজ লোকেরাই কিন্তু বাঙালির সর্বনাশ করে চলেছে। তা আপার সঙ্গে তো আপনার খুব ভালো সম্পর্ক। একবার আপাকে ফোন করুন। কেন ওখানে মারছেন? হিন্দুরা বাঙালি হয় না, নাকি?”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর