দিলীপকে মুখ্যমন্ত্রী মুখ করে বাংলায় বিধানসভা লড়াই শুরু করছে বিজেপি

উদয়ন বিশ্বাস, বাংলা হান্ট – একটা সময় বিজেপি যখন সারাদেশ জুড়ে বাড়ছে, সেই সময় বাংলায় বিজেপির কার্যত কোণঠাসা হয়ে পড়েছে।

 

কোনরকম অগ্রগতি দেখা যাচ্ছিল না। মোদি সরকার প্রথমবার ক্ষমতায় আসার পর আরএসএস এর অন্যতম সংগঠক দিলীপ ঘোষের উপর দায়িত্ব দেয় কেন্দ্র বিজেপি, তারপর রাজ্য বিজেপি ক্রমশ উত্থান শুরু হয়। বিধানসভা নির্বাচনে যেখানে বিজেপি একটু আসুন ছিল না সেখানে বিজেপি তিনটি আসন পায় এবং দুটি সংসদ বাংলা থেকে পায়।

images 36 1প্রতিদিন প্রতিনিয়ত বাড়ছে বিজেপি এছাড়া সাম্প্রতিক ২০১৯এর লোকসভা নির্বাচনে বিজেপি থেকে ১৮ টি লোকসভা আসন জয় লাভ করে। ফলে বিজেপি প্রায় ৪০ শতাংশ ভোটের কাছাকাছি মানুষের কাছে পৌঁছে যায়।

সেই পরিপ্রেক্ষিতে আগামী বিধানসভায় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কে হবে সেই নিয়ে জোর জল্পনা শুরু হয় এবং দিলীপ ঘোষের কাঁধে যে কেন্দ্র নেতৃত্ব তিনটি গুরুদায়িত্ব দিয়েছিল সম্পূর্ণভাবে পাস করেন দিলীপ ঘোষ। প্রথমটি বিজেপি বুথে বুথে কর্মী তৈরি করতে হবে সেটিতে তিনি সফল হয়েছেন, তারপর বিধানসভা নির্বাচনে তিনি জিতেছেন খড়গপুর থেকে সাম্প্রতিক ২০১৯ এর লোকসভা নির্বাচনে মেদিনীপুর আসনটি দিলীপ ঘোষকে কেন্দ্রীয় বিজেপি লড়াই করতেদেন সেখানেও জয় লাভ করে।

trinamool congress unleashing violence against bjp dilip ghosh

দিলীপ ঘোষ একটা সময় দিল্লির তার মন্ত্রীত্ব নিয়ে জল্পনা উঠেছিল কিন্তু দিলীপ ঘোষ জানিয়েছিলেন তিনি রাজ্যের হয়ে কাজ করতে চান, এর পরেই বেশ কিছুটা পালাবদল হয়েছে।

 

সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এবার কি বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ দিলীপ ঘোষকে করতে চায় বলে সূত্রের খবর কারণ তৃণমূলের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, সিপিএম এবং কংগ্রেসের এখনো জোট নিয়ে রফা বেরোয়নি কিন্তু মনে করা হচ্ছে ২০২১ এর বিধানসভা নির্বাচনে জোট করেই লড়তে চলেছে কংগ্রেস এবং সিপিএম সেই পরিপ্রেক্ষিতে বিজেপি যদি একা লড়াই করে তাহলে বিজেপি মুখ্যমন্ত্রীর মুখে তুলে ধরবে কেন্দ্রীয় বিজেপি, মনে করছে দিলীপ ঘোষের উত্থান এবং মানুষের কাছে গ্রহণযোগ্যতা দিনদিন বাড়ার ফলে যোগ্য নেতা বাংলায় পাবে এবং বিজেপির আরেকটি বড় সমর্থক আরএসএস দিলীপ ঘোষ কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাই।

697434 mamata dilip ghoshসেই পরিপ্রেক্ষিতে এবার রণকৌশন তৈরি করতে চলেছে কেন্দ্রীয় বিজেপি। সূত্র মারফৎ জানা যাচ্ছে তৃণমূল পাল্টা বিজেপি ও তাদের মুখ্যমন্ত্রী হিসেবে তুলে ধরে, রাজনৈতিক জমি শক্ত করতে চাইবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর