এসব আবর্জনা আর চাই না, উনি কী চুষিকাঠি মুখে দিয়ে ঘুরে বেড়ান! মুকুল প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

বাংলা হান্ট ডেস্ক : ২০২০ সালে মুকুল রায়কে (Mukul Roy) দলের সর্বভারতীয় সহ সভাপতি পদে বসায় বিজেপি (BJP)। পরে তিনি তৃণমূলের যোগ দিলে এখন সেই পদেই রয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। মুকুলবাবুর নিখোঁজ থাকা, দিল্লি যাওয়া, ছেলের দাবি, বিজেপি যোগ ইত্যাদি নিয়ে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, তখন তাঁর সম্পর্কে শ্লেষাত্মক কটাক্ষ করে বসলেন দিলেন দিলীপ।

আজ বুধবার ইকোপার্কের মর্নিংওয়াকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, ‘মুকুল রায় কি বাচ্চা ছেলে নাকি যে মুখে চুষি কাঠি দিয়ে ঘুরে বেড়াচ্ছেন আর কেউ খুঁজে পাচ্ছে না। বাড়ির অত্যাচারে উনি চলে গিয়েছেন। সেই দায় বিজেপির ঘাড়ে কেন চাপানো হচ্ছে? এসব আবর্জনা দলে আর চাই না।’ দিলীপবাবু এদিন মজা করে আরও বলেন, ‘গোটা ব্যাপারটায় আমার বেশ মজাই লাগছে। যিনি নাকি চাণক্য ছিলেন, তাঁকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না!’

bljbvbvskl

মুকুলবাবু ইতিমধ্যে অন্তর্ধান পর্ব শেষ করে সামনে এসেছেন। তিনি বলেছেন কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে কথা বলে দিল্লিতে পৌঁছেছেন। এমনকী অমিত শাহ, জেপি নাড্ডার সঙ্গেও মুকুল রায় দেখা করতে চান বলে সংবাদমাধ্যমে বলেছেন।

এ রকম জটিল পরিস্থিতিতে রাজ্য বিজেপির নেতারা পরিষ্কার বলেছেন মুকুল আবার বিজেপিতে ফিরুন তাঁরা তা চান না। এ ব্যাপারে সুকান্ত মজুমদার থেকে দিলীপ ঘোষ সবাই এই মতকে সমর্থন করেছেন। দিলীপের কথায়, ‘কৈলাসজির সঙ্গে মুকুলবাবুর ভাল সম্পর্ক ছিল। কৈলাসজিই বিশেষ বিমানের বন্দোবস্ত করে মুকুল রায়ের চিকিৎসার বন্দোবস্ত করেছিলেন। তারপর থেকে কেন তাঁর কেউ খোঁজ রাখেনি। এটা কি মামদোবাজি নাকি!’ দিলীপ ঘোষ এও বলেন, ‘মুকুল রায়কে এখন যে দল নেবে তারাই ডুববে।’

এখানেই থামেননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তাঁর কথায়, ‘মুকুল রায়ই বাংলায় দল ভাঙানোর রাজনীতি শুরু করেছিলেন। আমরা ওঁকে মাথায় করে রেখেছিলাম। কিন্তু উনি যা করেছেন তাতে ওঁর সঙ্গে আমার আর ব্যক্তিগত সম্পর্কটুকুও নেই।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর